চীন ও ইন্দোনেশিয়া থেকে একাধিক আন্তর্জাতিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার জরুরী সভা ২৩ মার্চ ২০১৮ শুক্রবার বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
সভায় মূলত ৩টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করা হবে।
(১)
ফেব্রুয়ারি মাসে
৭ম
বিশ্ব
রেডিও
দিবস
উপলক্ষ্যে ভারতের
উড়িশ্যা রাজ্যে
অনুষ্ঠিত ২
দিন
ব্যাপী “৪র্থ আউটরিচ
ইন্টারন্যাশনাল রেডিও
ফেয়ার”-এ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর সফল অংশগ্রহণ এবং রেডিও এ্যাক্টিভিস্ট হিসেবে বাংলাদেশ বেতার, বাণিজ্যিক কার্যক্রমের পরিচালক ড. মির শাহ আলম ও সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল সম্মাননা স্মারক এছাড়া ডিএক্সার’স এ্যাসোসিয়েশন অব মেদিনীপুর কর্তৃক রেডিও লিডারশিপ এ্যাওয়ার্ড লাভ করায় তাদের উভয়কে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখার পক্ষ থেকে উষ্ম অভিনন্দন ও সংবর্ধনা কখন কিভাবে দেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
(২)
২৬
মার্চ
বাংলাদেশের মহান
স্বাধীনতা দিবস
ক্লাব
থেকে
কিভাবে
উদযাপন
করা
হবে
তা
নিয়েও
আলোচনা
হবে। এছাড়া
(৩)
বিবিসি
নিউজ
বাংলার
ভোরের
রেডিও
অনুষ্ঠান প্রভাতী এবং
রাতের
অনুষ্ঠান পরিক্রমা এই
২টি
অধিবেশন পহেলা
এপ্রিল
থেকে
বন্ধ
হয়ে
যাচ্ছে। এ
প্রসঙ্গে ক্লাবের সদস্যদের প্রতিক্রিয়া কী
বা
শ্রোতারা কি
ভাবছেন
সেটি
নিয়ে
আলোচনা
করা
হবে।
যা
পরবর্তিতে বিবিসি
বাংলা
বিভাগের কর্তৃপক্ষের কাছে
তুলে
ধরা
হবে।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং সাধারণ সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন সিলেট জেলা শাখার সভাপতি মো. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীন।
(প্রেস বিজ্ঞপ্তি/তারিখ:
১৮-০৩-২০১৮ খ্রি:)
সংবাদদাতা,
মো: জসীম উদ্দীন
সাধারণ সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব
সিলেট জেলা শাখা
No comments:
Post a Comment