চীনের রাষ্ট্রীয়
সম্প্রচার কেন্দ্র চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ
কোয়াং য়ূএ (আনন্দী) চার দিনের অফিসিয়াল সফরে সিলেটে এসেছেন।
৫ ডিসেম্বর ২০১৮, বুধবার সন্ধ্যায়
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী)
সিলেটে অবস্থানরত শ্রোতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
উক্ত সভায় প্রধান অতিথিকে শ্রোতাদের পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দিয়ে সিলেটে স্বাগত
জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের মহাসচিব জিল্লুর
রহমান জিলু, যুগ্ম মহাসচিব ও চীন আন্তর্জাতিক বেতারের বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল,
সাউথ এশিয়া রেডিও ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব-লাক্কাতুরা
চা বাগান শাখার সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান, হবিগঞ্জ ইয়ং ব্রাদারর্স
রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি কাজী বোরহান উদ্দীন, সাউথ এশিয়া রেডিও ক্লাব সুনামগঞ্জের
সদস্য আজিম ভূঁইয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, সাউথ
এশিয়া রেডিও ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল প্রমূখ।
অতিথিকে বরণ
শেষে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের বর্তমান কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা করা হয়। রেডিও সম্প্রচার, ওয়েবসাইট, ফেইসবুক এর পাশাপাশি খুব শীঘ্রই বাংলাদেশের
বেসরকারী দুটি টেলিভিশন চ্যানেলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-এর একাধিক অনুষ্ঠান
সংযুক্ত হতে যাচ্ছে বলে জানান মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী)। তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের
জনগণ টেলিভিশনের মাধ্যমেও বাংলা ভাষায় চীন সম্পর্কে আরো ভালো ভাবে জানতে পারবে, বুঝতে
পারবে। মাদাম ইউ কোয়াং য়ূএ তার বক্তব্যে আরো বলেন, বর্তমানে চীনে বাংলা ভাষা শিক্ষার
প্রবণতা পূর্বের চেয়ে অনেক বেশি বেড়েছে। বাংলাদেশীদের চীনা ভাষা শিখার আগ্রহের পাশাপাশি
চীনাদেরও বাংলা ভাষা শিখার আগ্রহ ক্রমান্বয়ে বেড়েই চলেছে এবং এটা সম্ভব হয়েছে চীনের
উত্থাপিত “ওয়ান বেল্ট ওয়ান রোড বা এক অঞ্চল এক পথ” প্রকল্পের কল্যাণে। বাংলাদেশ এই
প্রকল্পের সাথে সংযুক্ত হবার কারণে উভয়দেশের জনগণ এতে অনেক বেশি লাভবান হবে। শুধু তাই
নয়, উভয় দেশের মধ্যে যে হাজার বছরের সম্পর্ক রয়েছে সেটি আরো সম্মৃদ্ধ হবে। চীন আন্তর্জাতিক
বেতার দু’দেশের সম্ভাবণাকে এগিয়ে নিয়ে যেতে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে
যাবে।
বেইজিং থেকে
প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান বর্তমানে মিডিয়াম ওয়েব, শর্টওয়েব
এবং ঢাকা ও চট্টগ্রামে FM তরঙ্গে শোনা যাচ্ছে। ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি যাতে
সিলেটেও FM তরঙ্গের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করার ব্যবস্থা করা হয় সে বিষয়ে সিআরআই
বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী)-কে জোড়ালো অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠানে
অংশগ্রহণকারী শ্রোতাপ্রতিনিধিবৃন্দ। এছাড়া নিয়মিত পূর্বের মত বিভিন্ন প্রতিযোগিতা চালু
রাখার বিষয়েও প্রস্তাব রেখেছেন।
মতবিনিময় সভা
শেষে প্রধান অতিথি মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী) তার বেতারের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ
নেওয়া সকল শ্রোতাবন্ধুকে বিশেষ মূল্যবান উপহার প্রদান করেন। এই উপহার পেয়ে শ্রোতারা বেশ আনন্দ প্রকাশ করেছেন।
শ্রোতাদের
সাথে মতবিনিময় অনুষ্ঠানের পূর্বে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের পরিচালক
মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী) সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান ও চা প্রক্রিয়ার
কারখানা পরিদর্শন করেন।
উল্লেখ্য, মাদাম ইউ কোয়াং য়ূএ (আনন্দী)-এর এটি প্রথম সিলেট
সফর।
No comments:
Post a Comment