বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘৬ষ্ঠ আন্তর্জাতিক রেডিও মেলা’য় “বঙ্গবন্ধু ও বেতার” শীর্ষক বাংলাদেশ ডিএক্স প্রদর্শনীর আয়োজন করেছে চীন, ইন্দোনেশিয়া ও ভারত থেকে একাধিক আন্তর্জাতিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ।
১৩ ফেব্রুয়ারি ৯ম বিশ্ব বেতার দিবস উপলক্ষে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে “আউটরিচ” আয়োজন করে ২ দিন ব্যাপী আন্তর্জাতিক রেডিও মেলা।
এই মেলায় তৃতীয় বারেরমত অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ-কে কেন্দ্র করে “বঙ্গবন্ধু ও বেতার” শীর্ষক “বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”র আয়োজন করে।
এই মেলায় তৃতীয় বারেরমত অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ-কে কেন্দ্র করে “বঙ্গবন্ধু ও বেতার” শীর্ষক “বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”র আয়োজন করে।
ভারতের উড়িষ্যা সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জ্যোতি প্রকাশ পানিগ্রাহী রঙিন ফিতা কেটে “বঙ্গবন্ধু ও বেতার: বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় মন্ত্রী বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক রাজনৈতিক জীবনের ভূয়সী প্রশংসা করেন ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রী বাংলাদেশ স্টলের গ্যালারীতে সাজানো বিভিন্ন ডিএক্স সামগ্রী ঘুরে দেখেন এবং প্রদর্শনীর সাফল্য কামনা করে ভিজিটর বুকে মতামত লিখেন।
পরিদর্শন শেষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জ্যোতি প্রকাশ পানিগ্রাহী-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, মেলা আয়োজক প্রতিষ্ঠানের কনভেনার সুব্রত কুমার পাতি, ক্লাবের চট্টগ্রাম শাখার প্রচার সম্পাদক ও দৈনিক একুশের বাণী’র স্টাফ রিপোর্টার মোবারক হোসেন ভূঁইয়া, সদস্য ইঞ্জিনিয়ার মো: শাহীন চৌধুরী ও মোহাম্মদ ইউছুফ, লালমাই (কুমিল্লা) শাখার সদস্য মো: মুনসুর আলম ও মো: বায়েজিদ আহমেদ, টাঙ্গাইলের সদস্য মো: সোলেমান হোসেন, চুয়াডাঙ্গার সদস্য শরিফউদ্দিন দিলু প্রমূখ।
No comments:
Post a Comment