প্রচার কেন্দ্র: বাংলাদেশ বেতার, ঢাকা (বা.বে,ঢা)
প্রচার তারিখ: মঙ্গলবার, ০২/০৬/২০২০, বেলা- ২:২০ মিনিট
প্রচার তারিখ: মঙ্গলবার, ০২/০৬/২০২০, বেলা- ২:২০ মিনিট
প্রশ্ন: কড লিভার অয়েল
আমাদের কি কি উপকার করে বা সেটাতে কী উপাদান আছে যেটার কারণে আমরা করোনা ভাইরাস প্রতিহত
করতে পারি?
সঠিক উত্তর: কড লিভার অয়েল একটি সম্পূরক পুষ্টি উপাদান যা কড মাছের যকৃত
থেকে আহরণ করা হয়। কড লিভার অয়েলে ওমেগা-৩ ফ্যাটি এসিড: আইকোসেপেন্টিনোয়িক এসিড এবং
ডোকোসেহেক্সানোয়িক এসিড রয়েছে। কড লিভার অয়েলে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং ভিটামিন
ডি রয়েছে। সাধারণত শিশুদের ভিটামিন ডি-এর অভাব প্রতিরোধে কড লিভার অয়েল খাওয়ানো হয়।
এছাড়া ভিটামিন এ এবং ভিটামিন ডি স্বল্পতাজনিত সমস্যার কারণে কড লিভার অয়েল ব্যবহৃত
হয়।
উত্তর পাঠানোর শেষ তারিখ:
০৫/০৬/২০২০, শুক্রবার
৩৭৪তম পর্বের বিজয়ী:
(১) মো: ওবায়দুল্লাহ
পিন্টু
আমলা সদরপুর, কুষ্টিয়া।
(২) মো: ইসরাফিল ইসলাম
উলিপুর, কুড়িগ্রাম।
(৩) মো: রাসেল কবির
কেশবপুর, যশোর।
ফেসবুক লিংক:
No comments:
Post a Comment