কপোতাক্ষ বেতার শ্রোতা সংঘ, কৃষ্ণনগর, ঝিকরগাছা, যশোর এর সভাপতি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের একনিষ্ঠ প্রবীণ শ্রোতা, সাবেক ব্যাংকার বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন রেজা ভাই গত ০৬ জুলাই ২০২০, সোমবার বিকালে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রাজিউন।
তাঁর অকাল মৃত্যুতে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর পরিবার গভীর শোকাহত। আমরা শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
১০ জুলাই ২০২০, শুক্রবার বাদ জুমআ মরহুম হুমায়ুন রেজা ভাই এর আত্মার শান্তি কামনায় তার পরিবারের উদ্যোগে কুলখানির আয়োজন করা হয়। মরহুম রেজা ভাই এর পরিবারের সম্মতিক্রমে বাংলাদেশের রেডিও শ্রোতা পরিবারের পক্ষ থেকে কয়েকজন শ্রোতাবন্ধু মরহুমের কুলখানি কার্যাক্রমে আর্থিক ভাবে শরিক হন। শ্রোতাদের প্রতিনিধি হিসেবে রেজা ভাই এর কুলখানিতে অংশ নেন মধুখালী ফরিদপুরের ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার। তিনি রেজা ভাই এর পরিবারের হাতে শ্রোতাদের কন্ট্রিবিউশনের অর্থ তুলে দেন।
হুমায়ুন রেজা ভাই এর কুলখানিতে শ্রোতাদের পক্ষ থেকে যারা অংশ নিয়েছেন---
(১) ড. মির শাহ আলম, পরিচালক, বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার ও প্রধান
উপদেষ্টা, সাউথ এশিয়া রেডিও ক্লাব।
(২) দিদারুল ইকবাল, প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব, ঢাকা।
(৩) আবাম ছালাউদ্দিন, উপদেষ্টা, সাউথ এশিয়া রেডিও ক্লাব।
(৪) মোসলেহ উদ্দিন খান জুয়েল, সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বায়েজিদ বোস্তামি শাখা, চট্টগ্রাম।
(৫) মোঃ আজিম ভূঁইয়া, সদস্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব, চট্টগ্রাম শাখা, চট্টগ্রাম।
(৬) সায়মা মজুমদার, সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, লালমাই শাখা, কুমিল্লা।
(৭) মোহাম্মদ ইউসুফ, সদস্য, সাউথ এশিয়া রেডিও ক্লাব, চট্টগ্রাম শাখা, ফেনী।
(৮) মোঃ সোলায়মান
হোসেন, সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, টাঙ্গাইল শাখা, টাঙ্গাইল।
(৯) এম এম গোলাম সারোয়ার, সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাব, ফরিদপুর।
(১০) মোঃ শহীদুল কায়সার লিমন, সভাপতি, রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘ, গাজীপুর।
(১১) মনিরুজ্জামান মনির, সভাপতি, সিএসডব্লিউ শ্রোতা সংঘ, কুষ্টিয়া।
(১২) মোঃ ওসমান গণি, সহ-সভাপতি, সিআরআই লিসনার্স ক্লাব, ঢাকা।
(১৩) মোঃ আব্দুল হান্নান, সভাপতি, মিতালী রেডিও লিসেনার্স ক্লাব, নাটোর।
(১৪) মোহাম্মদ আব্দুল্লাহ, সভাপতি, ভিওএ ফ্যান ক্লাব, চুয়াডাঙ্গা।
(১৫) শরিফ উদ্দিন দিলু, সভাপতি, ইউনাইটেড রেডিও লিসেনার্স ক্লাব, চুয়াডাঙ্গা।
(১৬) মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি, গ্লোবাল বেতার শ্রোতা সংঘ, চুয়াডাঙ্গা।
(১৭) মোঃ ইউনুস আলী, সভাপতি, একতা বল বেতার শ্রোতা ক্লাব, দিনাজপুর।
উদ্যোগে:
দিদারুল ইকবাল
No comments:
Post a Comment