পবিত্র শবে বরাত উপলক্ষে সোমবার (২৯ মার্চ) শাহপরান বাহুবল গ্রীণল্যান্ড আবাসিক এলাকায় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট শাহপরান থানা শাখার উদ্যোগে।
বাদ এশা পবিত্র শবে বরাতের গুরুত্ব, ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা সহ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ক্লাবের শাহপরান থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, উন্নয়ন সংস্থা
সীমান্তিকের চেয়ারপার্সন ও জকিগঞ্জ লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, জকিগঞ্জ ইছামতি
ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান, নির্বাহী সদস্য মো: আব্দুল মালেক ও মো: সেলিম আহমদ চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল
হালিম চারু
প্রমুখ।
উল্লেখ্য, হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটিকে মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সিলেট শাহপরাণ থানা শাখা।
২৬ মার্চ শুক্রবার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরাণ থানা শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান-এর নেতৃত্বে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, শাহপরাণ থানা শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য মো: আব্দুল মালেক এবং মোছা: হাছিনা আক্তার ও সাহিদা আক্তার প্রমুখ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সিলেট শাহপারাণ থানা শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করলেও এবারের আবহটা ভিন্ন এবং অনেক তাৎপর্যপূর্ণ। এবার বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। বিষয়টি বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। স্বাধীনতার ৫০ বছরে এসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে আমাদের শপথ হোক বাংলাদেশকে একটি উন্নত ও সম্মৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা স্ব স্ব অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।
মহান
স্বাধীনতা ঘোষণার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর বাকলিয়া থানা শাখা।
২৬ মার্চ ২০২১, শুক্রবার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- বাকলিয়া থানা শাখার সভাপতি মো: রহমত উল্লাহ-এর নেতৃত্বে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের চট্টগ্রাম জেলা শাখার প্রচার সম্পাদক মো: মোবারক হোসেন ভূঁইয়া, বাকলিয়া থানা শাখার সদস্য মো: রায়হান, মো: আশিক, মো: নুর ইসলাম রানা প্রমুখ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য চট্টগ্রাম বাকলিয়া থানা শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করলেও এবারের আবহটা ভিন্ন এবং অনেক তাৎপর্যপূর্ণ। এবার বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। বিষয়টি বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। স্বাধীনতার ৫০ বছরে এসে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের এই গৌরবোজ্জ্বল দিনে আমাদের শপথ হোক বাংলাদেশকে একটি উন্নত ও সম্মৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে আমরা স্ব স্ব অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।
সংবাদদাতা,
মাহমুদ হায়দার জীবন
যুগ্ম
সম্পাদক
সাউথ
এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
চট্টগ্রাম জেলা শাখা।