গত ১৩ ও ১৪ মার্চ ২০২১ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া পূর্ব কচুখাইন গ্রামে এই প্রদর্শনীর আয়োজন করে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বিশ্বের বৃহত্তম শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর চট্টগ্রাম জেলা শাখা।
ক্লাবের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেইকি সেন্টার বাংলাদেশের পরিচালক ও বিশিষ্ট লেখক এম মহিউদ্দিন ইসলাম। ক্লাবের রাউজান উপজেলা শাখার সদস্য ডা. সুপন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ বাড়ী দরবার শরীফের সৈয়দ নেছার উদ্দিন, অতীশ দীপংকর পীস ট্রাস্ট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সনৎ কুমার বড়ুয়া, মরমী গবেষক ও সংগঠক ডা. বরুন কুমার আচার্য বলাই, রাউজান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিলন বড়ুয়া, ড. বিকিরণ-অধ্যক্ষ প্রীতিকণা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রণবরাজ বড়ুয়া, রাঙ্গুনিয়ার বেতার শ্রোতা মোহাম্মদ সেলিম, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- রাউজান উপজেলা শাখার সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, সাংবাদিক সমীর কান্তি দাশ, জুনু সর্দার, রুবেল শীল, তরুণ কুমার আচার্য, সঞ্জীব আচার্য, মোহাম্মদ এমরাজ, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
“বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”-তে দেশ-বিদেশের বিভিন্ন বেতার থেকে নানান সময়ে প্রাপ্ত পুরস্কার ও উপহারের রেডিও, ব্যাজ, টি-শার্ট, ব্যাগ, ক্যাপ, আইডি কার্ড ফিতা, স্টিকার, নোটবুক, ডায়েরি, লিফলেট, কিউএসএল কার্ড, খাম, পর্যটন বিষয়ক ভিডিও, কলম, চাবির রিং, মগ, অনুষ্ঠান সূচি, সার্টিফিকেট, বিভিন্ন ম্যাগাজিন, ভ্রমণ বিষয়ক ম্যাপ ও গাইড, পর্যটন সংক্রান্ত বিভিন্ন বই, ক্যালেন্ডার, হাতপাখা, কম্পিউটার মাউস প্যাড, ম্যাগনেটিক ম্যাপ, ঘড়ি, ফাইল, প্যাড, ইত্যাদি সামগ্রী প্রদর্শন করা হয়। প্রদর্শনী দেখতে আসা দর্শনার্থীদের দেশ-বিদেশের রেডিও অনুষ্ঠান শুনতে উদ্বুদ্ধ করা হয়।
দু’দিন ব্যাপী “বাংলাদেশ ডিএক্স প্রদর্শনী”র সফল আয়োজনের জন্য চট্টগ্রাম জেলা শাখাকে অভিনন্দন জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
সংবাদদাতা,
মাহমুদ হায়দার জীবন
যুগ্ম সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
চট্টগ্রাম জেলা শাখা।
No comments:
Post a Comment