সিলেটের জনপ্রিয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বের বৃহত্তম শ্রোতাসংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
৩ এপ্রিল ২০২১, শনিবার সন্ধ্যায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সিলেট জিন্দাবাজারস্থ দৈনিক উত্তরপূর্ব পত্রিকা কার্যালয়ে প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার ফখরুল ইসলাম, সিনিয়র সাব এডিটর ফয়জুল আহমদ, বিটিভি সিলেট প্রতিনিধি মোক্তাদির আহমদ মুক্তা, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, সার্কুলেশন ম্যানেজার সাগর তালুকদার, সিনিয়র স্টাফ রিপোর্টার সজল ঘোষ, স্টাফ রিপোর্টার বাপ্পা মৈত্র, সুনামগঞ্জ প্রতিনিধি মোশাহিদ রাহাত, কম্পিউটার অপারেটর সঞ্জয় বণিক। ক্লাব প্রতিনিধিদলের মধ্যে ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) শাহপরান থানা শাখার সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এবং ফয়সল আহমদ চৌধুরী।
আলোচনা সভায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর সাংগঠনিক কার্যক্রম এবং বাংলাদেশ বেতার সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বেতার কার্যক্রম বিশেষ করে চায়না রেডিও ইন্টারন্যাশনাল (সিআরআই), বিবিসি, ভয়েস অব আমেরিকা (ভিওএ), রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (আরআরআই) ও ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), ভয়েস অব ভিয়েতনাম (ভিওভি), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ডয়চে ভেলে (ডিডব্লিউ), এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, রেডিও তেহরান, রেডিও সৌদিআরব, এ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডব্লিউআর), অল ইন্ডিয়া রেডিও (এআইআর), কোরিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (কেবিএস), রেডিও কানাডা ইন্টারন্যাশনাল (আরসিআই), রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই), রেডিও প্রাগ, রেডিও সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল (আরএসআই), রেডিও থাইল্যান্ড, রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল (আরটিআই), রেডিও রাশিয়া, ভয়েস অব মঙ্গোলিয়া ও অন্যান্য বেতারের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল। বেতারের মাধ্যমে সাহিত্য সংস্কৃতির আদান-প্রদান, ভাষা, রীতিনীতি, শিক্ষা, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা এবং খেলাধূলার তথ্য কিভাবে বিনিময় হয়, বেতার অনুষ্ঠানের মানউন্নয়নে শ্রোতারা কিভাবে ভূমিকা রাখে এছাড়া শ্রোতাক্লাবের কার্যক্রম কী তা নিয়ে আলোচনা করা হয়। বিশ্ব মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ২০২০ সালের শুরুর দিক থেকে এখনো পর্যন্ত সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ কিভাবে ভূমিকা রাখছেন সে সম্পর্কেও আলোচনা করেন ক্লাব প্রতিনিধিবৃন্দ। উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধিবৃন্দ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনে উচ্চ প্রশংসা করেন এবং ভবিষ্যতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। এছাড়া দৈনিক উত্তরপূর্ব পত্রিকা সবসময় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর কার্যক্রমের পাশে থাকবেন বলে জানিয়েছেন। ২০১৬ সাল থেকে আজ পর্যন্ত দৈনিক উত্তরপূর্ব পত্রিকা নিয়মিত যতগুলো সংবাদ প্রকাশ করেছে এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment