সিলেট সদর উপজেলায় ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি ওয়ার্ল্ড সার্ভিস “রেডিও তেহরান”-এর প্রচারনার অংশ হিসেবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
০৯ আগস্ট ২০২১, সোমবার বিকালে সিলেট শাহপরান বাহুবলে বিশেষ আলোচনা সভাটির আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর শাহপরান শাখা।
ক্লাবের সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রেডিও এক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল, ক্লাবের শাহপরান শাখার উপদেষ্টা ও উন্নয়নসংস্থা সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, উপদেষ্টা আব্দুল হালিম চারু। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শাহপরান শাখার সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-১ ফয়ছল আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন, নির্বাহী সদস্য সাওন হোসেন সাহেল, সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো: আব্দুস সালাম, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক মো: রুহুল লস্কর, মো: আব্দুল বারি, তারেক আহমদ, মো: মঈনুল হক, মো: কাশেম চৌধুরী, মো: মাহবুবুল আলম, সাকিবুল ইসলাম সাকিব, সাউথ এশিয়া রেডিও ক্লাবের ক্ষুদে সদস্য লাবীব ইকবাল ও মাহফুজুর রহমান প্রমুখ।
মূখ্য আলোচকের বক্তব্যে দিদারুল ইকবাল বলেন, ইরানের আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম রেডিও তেহরান ১৯৮২ সালের ১৭ এপ্রিল বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। তখন থেকে ইরানের সাথে বাংলাদেশের রেডিও শ্রোতাদের আকাশপথে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরী হয়। ইথার তরঙ্গে দু’দেশে তথ্য, বিনোদন ও সংস্কৃতি আদান-প্রদান শুরু হয় যা এখনো চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
আলোচনা সভায় রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে প্রচারিত মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহ ও বিশ্ব রাজনৈতিক সংবাদ, সংবাদ বিশ্লেষণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর ছাড়াও ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়।
এছাড়া সভার বিশেষ একটি অংশ জুড়ে ছিলো ইরানের তৈরী করোনা ভ্যাকসিন “কোভ-ইরান বারাকাত” এবং ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র নিজ দেশের তৈরী ভ্যাকসিন গ্রহণ সম্পর্কে আলোচনা। সভায় “কোভ-ইরান বারাকাত” তৈরীতে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক তাদের সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে ইরানি জাতিকে সম্মানিত করেছেন সেজন্য ক্লাবের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়। সভায় আরো আলোচনা করা হয় রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক/টুইটার/ইউটিউব) রেডিও তেহরানের অনুষ্ঠান প্রচার, সর্টওয়েভ রেডিও’র ফ্রিকোয়েন্সি ইত্যাদি। সভায় অংশগ্রহণকারীদের মাঝে রেডিও তেহরান বাংলা বিভাগের নতুন অনুষ্ঠান সূচি বিতরণ করা হয়।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার নেতৃবৃন্দ দু’দেশের ইথার তরঙ্গের মৈত্রী সম্পর্ক আরোও সুদৃঢ় করতে রেডিও তেরানের প্রচারনা ও শ্রোতাবৃদ্ধি করতে সিলেটের বিভিন্ন এলাকায় অনুষ্ঠানসূচি বিতরণ সহ নানান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
No comments:
Post a Comment