শুক্রবার (৩ ডিসেম্বর ২০২১) বিকেল ৩টায় সিলেট কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কাড়াবাল্লা সুরমা বাজার মাঠে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম "রেডিও তেহরান"-এর প্রচারণার অংশ হিসেবে এই ফুটবল ম্যাচের আয়োজন করে দেশ ও বিদেশের অন্যতম এবং একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, ১ নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের মেম্বার মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম, সুরতুন্নেছা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক সাজ উদ্দীন সাজু।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা কঠিন কিছু সময় পার করছি। করোনা মহামারির কারণে বিশ্বে নানা পরিবর্তন ঘটে গেছে। এসময়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পেরে অনেকেই মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। মহামারি পরবর্তী নতুন বাস্তবতায় এখন সে ধকল সামলে সকলেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাই চ্যালেঞ্জিং এই সময়ে মানসিক ভাবে সুস্থ থাকতে আমাদের প্রত্যেকেরই খেলাধূলার সাথে সম্পৃক্ত থাকা জরুরি। এমন কঠিন পরিস্থিতিতে মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে খেলাধূলার মতো বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।’ তিনি বলেন, ‘খেলাধূলা এমন এক শরীর চর্চা যা আপনার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মুভমেন্ট এর মাধ্যমে আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সতেজ রাখে। শুধু তাই নয় মানসিক বিকাশেও খেলাধূলার গুরুত্ব অপরিসীম।’ তিনি আরো বলেন, ‘আপনারা খেলাধূলার পাশাপাশি ইরান থেকে প্রচারিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে পারেন। যেখানে আপনারা নিজেদের বর্হিবিশ্বের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি মানসিক ভাবে প্রশান্তিও লাভ করবেন।’
বিশেষ অতিথির বক্তব্যে কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী বলেন, ‘খেলাধূলা প্রাচীনকাল থেকেই আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। বর্তমান যুগে খেলাধূলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আমাদের শরীরের শিরা, ধমনী, শ্বাসনালী, এইসবের ভালো রাখার জন্য খেলাধূলা অতি প্রয়োজন। খেলাধূলা না করলে শরীরে চর্বি জমতে থাকে যা সুস্থ জীবনের জন্য ক্ষতিকর। তাই খেলাধূলা করে শরীরের প্রতিটি অংশকে সতেজ রাখাটা খুবই দরকার। এছাড়া দুই দেশের মধ্যে যখন খেলাধূলা নিয়ে প্রতিযোগিতা হয়, খেলোয়াড়দের মনে তখন জাতীয়তাবোধ তৈরি হয়। তারা দেশকে আরও বেশী ভালবাসতে শেখে যখন তারা দেখে যে দেশের কোটি কোটি জনসাধারণ তাদের জয়ের আশায় মুখ চেয়ে আছে।’
অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইকবাল বলেন, ফুটবল ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। ফুটবলে এশিয়ার অন্যতম সেরা দল ইরান। ১৯৪১ সালের ২৬শে আগস্ট ইরান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে আফগানিস্তানের কাবুলে। ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্য ইরান এপর্যন্ত ৫ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। আজাদী ফুটবল স্টেডিয়াম হল ইরানী ফুটবলের সবচেয়ে বড় স্থান। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ফুটবল স্টেডিয়াম। ১৯৮৯ সালের বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ইরানের বিপক্ষে মাঠে নেমেছিল।
ক্লাব এবং রেডিও তেহরানের প্রশংসা করে অন্যান্য বক্তারা বলেন, ‘ইরান থেকে যে বাংলা অনুষ্ঠান প্রচার করা হয় এ সম্পর্কে আমাদের এই অঞ্চলের মানুষের তেমন কোন ধারণাই ছিলোনা। ইরান দেশ সম্পর্কেও আমরা তুলনামূলক কম জানি। কিন্তু সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ আজ এখানে খেলা আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যেভাবে ইরান ও রেডিও তেহরান সম্পর্কে নানান অজানা তথ্য তুলে ধরেছে এতে অন্তত কিছু শ্রোতা-দর্শক তৈরী হবে এটা হলফ করে বলা যায়।’
খেলা আয়োজনের সার্বিক সহযোগীতা করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন ও কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দীন চৌধুরী, খেলার ধারাভাষ্য দেন মো. ফয়ছল আহমদ চৌধুরী এবং খেলার রেফারি ছিলেন মো. রুহেল আহমদ।
এদিকে করোনার কারণে প্রায় দেড় বছরেরও বেশি সময় মাঠে-ঘাটে বিভিন্ন খেলাধূলা বন্ধ ছিলো। দীর্ঘদিন পর এই প্রীতিম্যাচ এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খেলা দেখতে আসা বিপুল দর্শক মাঠের চারপাশে সমাগম হয়ে তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে।
খেলায় কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দল ১-০ গোলে দনা টাইগার দলকে পরাজিত করে। কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দলের হয়ে সালেক আহমদ ১টি গোল করতে সক্ষম হন। খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক সাহেদ আহমদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং পরাজিত দলের মধ্যে রানার-আপ ট্রফি তুলে দেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী। রেফারি এবং দুইজন সহকারী রেফারিকে ক্লাবের জার্সি সহ খেলায় অংশগ্রহণকারী দল এবং দলের সকল সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সদস্য মো. কুদ্দুস, সমাজ সেবক ফখর উদ্দীন চৌধুরী, এবাদুর রহমান, ফারুক আহমদ, শাহাদাৎ হোসেন, সাকির আহমদ, সাজু আহমদ, তারেক আহমদ বাবলু, তৌফিক কালাম তুহিন, হাসান আহমদ খাঁন, ইয়াহিয়া আহমদ, আউয়াল আহমদ, সুমন আহমদ, ডাঃ শাহিন আহমদ, পারভেজ মিয়া, জয়নাল, মানই মিয়া, মায়রুফ আহমদ, শিহাব উদ্দীন, বদরুল মিয়া, জাহেদুল ইসলাম, ফারুক আহমদ, রাজু আহমদ, হাসান আহমদ, মিজান আহমদ, জুবেল আহমদ, বিলাল আহমদ, ফয়ছল, জহুরুল ইসলাম, নাহিদ আহমদ, গিয়াস উদ্দীন, হানিফ উদ্দীন, আলমাছ উদ্দীন, জাহেদুল(২), মাসুম আহমদ, মেহেদি ইসলাম, আব্দুস সাত্তার, আলিম উদ্দীন, শাহিন চৌ:, কয়েছ আহমদ, কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দলের সাহেদ আহমদ (অধিনায়ক), হাসান আহমদ, ছালেক আহমদ, শিহাব আহমদ, উজ্জ্বল আহমদ চৌধুরী, আলবাব হুসেন, আব্দুল মুমিন এবং দনা টাইগার দলের দুলাল আহমদ (অধিনায়ক), আলমঙ্গীর হোসেন, কে.এম রাহাত, ফাহাদ আহমদ, সুমন আহমদ, আজির আহমদ, আবু রায়হান, সাইয়ান আহমদ, নুরুল ইসলাম, জুয়েল আহমদ, কাউসার আহমদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
সূত্র: সার্ক-কেন্দ্রীয়/IRIB/ক্লাব কার্যক্রম-১০, তারিখ: ০৩/১২/২০২১ খ্রি.
খেলার সকল ছবি দেখতে এখানে ক্লিক করুন >>>⏩⏩⏩
No comments:
Post a Comment