Monday, March 28, 2022
Saturday, March 26, 2022
মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখা
২৬ মার্চ শুক্রবার সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের সভাপতি বিক্রম রায়-এর নেতৃত্বে সকাল ১০টায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ফুল দিয়ে ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান শাখার সদস্য খোকন রায়, রুদ্র কর্মকার, দ্বীপ কর্মকার, পল্লব চাষা, প্রভাত গোয়ালা, প্রান্ত বাহাদুর, শাহাদাৎ হোসেন, বাপ্পি কর্মকার, প্রান্ত লোহার, মাহাবুব রহমান, সেজান দাস, ইমন লোহার, প্রশান্ত লোহার, নিলাচল বাউরী, প্রিয়সী বিশ্বাস, বন্যা আক্তার, সিদ্ধার্থ নায়েক, আদিত্য নায়েক প্রমুখ।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল এবং ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
সংবাদদাতা,
সিপন দাস
সহ সভাপতি
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেট
মহান স্বাধীনতা দিবসে সাউথ এশিয়া রেডিও ক্লাবের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিবসটি উপলক্ষে শনিবার (২৬ মার্চ ২০২২) সকাল ১১টায় সিলেট লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া যুদ্ধে নিহত সকল বীর শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। ক্লাব সম্পর্কে বক্তারা বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর শিশুদের বিনোদনের জন্য সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করে যাচ্ছে। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের আনন্দ ও উৎকর্ষসাধনে এবং প্রতিভা বিকাশে ক্লাবটি সদা তৎপর।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় এর সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা ৩টি ক্যাটাগরীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীরা হলেন, প্রথম ক্যাটাগরী (চিত্রাঙ্কন প্রতিযোগিতা): অনিতা দাস (১ম), স্মৃতি গঞ্জু (২য়), নুসরাত জাহান মিম (৩য়); দ্বিতীয় ক্যাটাগরী (পুকুর পাড় প্রতিযোগিতা): সৌমিক ভদ্র (১ম), জাহিদ সর্দার (২য়), প্রীতি গঞ্জু (৩য়); তৃতীয় ক্যাটাগরী (অংকের দৌড় প্রতিযোগিতা): পল্লব চাষা (১ম), অঞ্জন লোহার (২য়), নিলাচল বাউরী (৩য়)। প্রধান অতিথি ড. মির শাহ আলম, ক্লাব চেয়ারম্যান দিদারুল ইকবাল ও শাখা ক্লাব সভাপতি বিক্রম রায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ