দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) বিকাল ৩টায় সিলেট লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মির শাহ আলম বলেন, শিশুদের মনে দেশপ্রেম জাগ্রত করে তাদের ব্যক্তিত্ব গঠনের পাশাপাশি শারীরিক, মানসিক ও সৃজনশীলতার বিকাশ এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামীদিনের সক্ষম নাগরিক।
ক্লাবের চেয়ারম্যান দিদারুল ইকবাল তার বক্তব্যে বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে যার যার অস্থান থেকে দেশের কল্যাণে কাজ করতে হবে তবে দেশ এগিয়ে যাবে। তিনি দিবসটি উপলক্ষে বাংলাদেশের সকল শিশু-কিশোরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং মহান নেতা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) লাক্কাতুরা চা বাগান শাখার সভাপতি বিক্রম রায় এর সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা ৩টি ক্যাটাগরীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ৯ জন বিজয়ী হয়। প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীরা হলেন, প্রথম ক্যাটাগরীতে: সবিতা লোহার (১ম), লক্ষিমনি লোহার (২য়), মুন্নি আক্তার (৩য়); দ্বিতীয় ক্যাটাগরীতে: অঞ্জন লোহার (১ম), শ্রাবন লোহার (২য়), সুজিত লোহার (৩য়); তৃতীয় ক্যাটাগরীতে: সজিব গোয়ালা (১ম), সিমুল দাস (২য়), সংকরি লোহার (৩য়)। প্রধান অতিথি ড. মির শাহ আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নিখিল ভুমিজ, প্রীতি দেবী, বেলি দেবী, প্রান্ত লোহার, রুমানা বিশ্বাস, সুরভী নায়েক সাজনা, রুদ্র কর্মকার, দ্বিপ কর্মকার, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র-যুব কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রান্ত বাহাদুর, ইন্দ্রজিৎ লোহার, মীম আক্তার, তাহমিনা আক্তার, সুমি আক্তার, বন্যা আক্তার, লাবনী গোয়ালা, বাপ্পি কর্মকার, ফাল্গুনি লোহার, বর্ষা ভুমিজ, তপিশা গঞ্জু, ঐশী সিং, সিতি গঞ্জু, সারমিন আক্তার, মিম, অরপি গোয়ালা, সুসমিত আচার্য, ঋতু আচার্য, বৃষ্টি লোহার, প্রশান্ত গোয়ালা, নয়ন লোহার, তৃষা লোহার, ইমা আক্তার, আলো আক্তার, রিংকু রাউরী, রনবির বাউরী, পল্লব চাষা, প্রভাত গোয়ালা, তুষন লোহার, দ্বিপ লোহার, সজিব লোহার, শর্মী রাত্রী, তাবাসসুম আক্তার, নিশান দাস, সুজিত লোহার সূর্য, শিমুল মুদি, নিশিতা লোহার, লিজা নায়েক, দেব দাসশান্ত দাস, আকাশ বিশ্বাস, ফুলকলি ভুমিজ, প্রতিমা কর্মকার, জুই বারিক, ইমা দাস, মহিশা আক্তার, লাছমি গোয়ালা, সুইটি গোয়ালা প্রমুখ।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment