৬ জুলাই ২০২২, বুধবার সকাল প্রায় সাড়ে নয়টায় সিলেট নগরীর শাহপরান এলাকায় কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দিদারুল ইকবাল তার শাহপরান বাহুবল গ্রীণল্যান্ডের বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসের উদ্দেশ্যে নগরীর পূর্ব সুবিদবাজার, সাগরদিঘীর পাড়ে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহপরান বাজারের একটু সামনে কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিলেট-থ-১২-৪৯০৭ নম্বরের একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দিদারুল ইকবাল রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। সিএনজিচালিত অটোরিকশাটি শহর থেকে শাহপরানের দিকে আসছিল দ্রুতগতিতে। এসময় গাড়িটি তার সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরিত পাশের মোটরসাইকেলকে ধাক্কা মারে। এদিকে, দুর্ঘটনার পর বেপরোয়া চালক সহ ঘাতক গাড়ীটিকে আটক করে স্থানীয় মানুষজন। এসময় জানা যায় চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই এবং সে অবৈধ ভাবে বেশ কয়েক বছর ধরে কোন ধরনের লাইসেন্স ছাড়াই সিলেটের রাস্তায় গাড়ী চালিয়ে যাচ্ছে!
দুর্ঘটনায় দিদারুল ইকবালের দুই হাত, বাম কাঁধ, ডান পায়ের হাটু, বাম পায়ের দুই আঙুল (কড়ে ও ৪র্থ আঙ্গুল), দুই হাতের তালুর চামড়া ছিলে যায় এবং ডান পায়ের গোড়ালি, বাম পাশের কোমড় এবং বাম কাঁধের জোড়ায় মারাত্মক ব্যথা পান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার সভাপতি মো. মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মালেক ও শাহপরান বাজার কমিটির সেক্রেটারী আলী আমজাদ চৌধুরী রুহেল, এলাকার মুরব্বি আব্দুর রহিম চৌধুরী। আহত দিদারুল ইকবালকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যান সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার সভাপতি মো. মখলিছুর রহমান।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment