Wednesday, December 21, 2022
Friday, December 16, 2022
রেডিও ভেরিতাস এশিয়া “বাৎসরিক সহযোগী পুরস্কার” পেলেন দিদারুল ইকবাল
শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকাল নয়টায় রাজধানীর ফর্মগেইট তেজগাঁও হলি রোজারি চার্চের কমিউনিটি সেন্টারে বাণীদীপ্তি কর্তৃক আয়োজিত রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ডিএক্সার দিদারুল ইকবালের হাতে “বাৎসরিক সহযোগী পুরস্কার”টি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল, ঢাকার আর্চবিশপ, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনি এবং বিশপীয় খ্রীস্টীয় শিক্ষা বিষয়ক কমিশনের সভাপতি প্যাট্রিক ডি’ রোজারিও।
বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সেক্রেটারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরুর সভাপতিত্বে এবং বাণীদীপ্তির সাবেক কর্মী করবী জয়ধর ও শ্যামল হিলারিউস কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের সাবেক পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশী’র সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং সেন্ট জন ডিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়া, সিবিসিবি’র খ্রিস্টীয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ। ধন্যবাদ বক্তব্য রাখেন, রেডিও ভেরিতাস এশিয়া বাণীদীপ্তির কো-অর্ডিনেটর সিস্টার মেরীয়ানা গমেজ।
“বাৎসরিক সহযোগী পুরস্কার” ক্যাটাগরীতে আরো যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন, রাজশাহীর ডিএক্সার আশিক ইকবাল টোকন, নাটোরের মনজুরুল আলম রিপন এবং বগুড়ার আব্দুর রাজ্জাক। করোনাকালীন সময়ে অনুষ্ঠান তৈরীতে সহযোগীতার জন্য পুরস্কার পেয়েছেন, ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার, ঝিনাইদহের সাজ্জাদ হোসেন রিজু, রংপুরের আতাউর রহমান রনজু, খন্দকার এরফান আলী বিপ্লব, মো. শহীদুল ইসলাম, গৌরমোহন দাস, জেমস গনসালভেস, তপন আন্তনী গমেজ। প্রতিষ্ঠান ও গঠন গৃহ সহযোগী হিসেবে পুরস্কার পেয়েছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হোস্টেল, আরএনডিএম হোস্টেল, আরএনডিএম এস্পাইরেন্সি, বটমলী হোম, মরো সেমিনারী, সংলাপ কমিশন, সাধু যোসেফ সেমিনারী, শান্তিরাণী সিস্টারর্স, তেজতুরী বাজার গানের দল, পবিত্র আত্না উচ্চ সেমিনারী, খ্রীস্ট দর্শন সেমিনারী, পবিত্র ক্রুশ প্রার্থী গৃহ, সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল এন্ড কলেজ, নুপুরের ছন্দ একাডেমি, রাজাবাজার গানের দল, আরএনডিএম সিস্টার্স।
অনুষ্ঠানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাজন সিটি থেকে ১৯৮০ সালের ১লা ডিসেম্বর সম্প্রচার শুরু হওয়া রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা অনুষ্ঠানের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ‘চেতনা’, ‘সঞ্চয়ে স্বাবলম্বন’, ‘আলাপন’, ‘আজকের গণমাধ্যম’, ‘সংলাপ’, ‘কিছুক্ষণ’, ‘মহিলাঙ্গন’। আরভিএ বাণীদীপ্তির প্রয়াত প্রযোজক সাইফুদ্দিন সবুজ ও ভারতের কলকাতা চিত্রবাণীর প্রযোজক দিলীপ মজুমদারের তৈরী ‘চেতনা’ অনুষ্ঠানটি দিদারুল ইকবালের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে কী ধরণের প্রভাব ফেলেছে এবং তিনি কীভাবে এতে উপকৃত হয়েছেন, আরভিএ-এর অনুষ্ঠান তার পারিবারিক জীবন কীভাবে গঠন করে দিয়েছে এবং আরভিএ কর্তৃপক্ষের আমন্ত্রণে একমাত্র শ্রোতা ও শ্রোতা সংগঠক হিসেবে ২০১৯ সালে ফিলিপাইনে অনুষ্ঠিত আরভিএ-এর ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণের উজ্জ্বল ও রোমাঞ্চকর স্মৃতিচারণ করেন তার বক্তব্যে।
আলোচনা সভার পূর্বে সম্মেলনে অংশগ্রহণকারী সকলে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করেন এবং একিসাথে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন শেষে শপথ বাক্য পাঠ করান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট ডিএক্সার দিদারুল ইকবাল। অতিথি ও আমান্ত্রিত শ্রোতাদের আসনগ্রহণ শেষে সেন্ট ফ্রান্সিস হোষ্টেলের মেয়েরা নৃত্যের তালে তালে উপস্থিত সকলকে ফুল ও কলম উপহার দিয়ে বরণ করে নেয়। প্রধান অতিথিকর্তৃক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য রাখেন, বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সেক্রেটারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু। এরপর শুরু হয় সম্মেলনে অংশগ্রহণকারী শ্রোতাদের পরিচয় পর্ব। প্রচার করা হয় বিশপ রমেন বৈরাগীর ভিডিও বাণী।
এসময় উপস্থিত ছিলেন, ফাদার হেলমিট, রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাণীদীপ্তির সাবেক কো-অর্ডিনেটর সিস্টার সবিতা কস্তা, নবাগত কো-অর্ডিনেটর সিস্টার লাইলী রোজারিও, প্রযোজক রিপন টলেন্টিনু, ভিডিও এডিটর জেমস গনসালভেস, শব্দগ্রাহক এন্থনি তপন গমেজ, গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি শহীদুল কায়সার লিমন, সিলভী গমেজ, হ্যাপি সরদার, জয়ন্তী ত্রিপুরা, স্বর্ণালী হাজং, সিস্টার ছনিয়া গমেজ, সিস্টার সিলভিয়া গমেজ, সিস্টার সুমি কস্তা, সিস্টার তুলি কস্তা,সিস্টার চন্দনা পিমে, নিউটন মন্ডল, সিভা গমেজ, রুমা রোজারিও, সিমা ডি কস্তা, মেরী বিশ্বাস, শুভ পেরেরা, ডেভিট পালমা, সুনিল পেরেরা সহ অন্যান নতুন ও পুরাতন শ্রোতাবৃন্দ।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক:
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪২তম দিবস উদযাপন
“সত্য প্রকাশে, এসো চলি এক সাথে” এই শ্লোগানকে সামনে রেখে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাজন সিটি থেকে পরিচালিত রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) সকাল নয়টায় রাজধানীর ফর্মগেইট তেজগাঁও হলি রোজারি চার্চের কমিউনিটি সেন্টারে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে বাণীদীপ্তি। বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সেক্রেটারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরুর সভাপতিত্বে এবং বাণীদীপ্তির সাবেক কর্মী করবী জয়ধর ও শ্যামল হিলারিউস কস্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল, ঢাকার আর্চবিশপ, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনি এবং বিশপীয় খ্রীস্টীয় শিক্ষা বিষয়ক কমিশনের সভাপতি প্যাট্রিক ডি’ রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের সাবেক পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশী’র সম্পাদকীয় বোর্ডের সদস্য এবং সেন্ট জন ডিয়ানী হাসপাতালের নির্বাহী পরিচালক ফাদার কমল কোড়াইয়া, সিবিসিবি’র খ্রিস্টীয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ। ধন্যবাদ বক্তব্য রাখেন, রেডিও ভেরিতাস এশিয়া বাণীদীপ্তির কো-অর্ডিনেটর সিস্টার মেরীয়ানা গমেজ। শ্রোতা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট ডিএক্সার দিদারুল ইকবাল এবং রাজশাহীর ডিএক্সার আশিক ইকবাল টোকন।
অনুষ্ঠানের শুরুতে সকলে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠ করেন এবং একিসাথে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। এরপর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন শেষে শপথ বাক্য পাঠ করান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট ডিএক্সার দিদারুল ইকবাল। অতিথি ও আমান্ত্রিত শ্রোতাদের আসনগ্রহণ শেষে সেন্ট ফ্রান্সিস হোষ্টেলের মেয়েরা নৃত্যের তালে তালে উপস্থিত সকলকে ফুল ও কলম উপহার দিয়ে বরণ করে নেয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করেন, ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার, গীতা পাঠ করেন, গৌরমোহন দাস এবং বাইবেল পাঠ করেন, সিলভী গমেজ। প্রধান অতিথিকর্তৃক মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন শেষে স্বাগত বক্তব্য রাখেন, বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সেক্রেটারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু। এরপর শুরু হয় সম্মেলনে অংশগ্রহণকারী শ্রোতাদের পরিচয় পর্ব। প্রচার করা হয় বিশপ রমেন বৈরাগীর ভিডিও বাণী।
অনুষ্ঠানে ১৯৮০ সালের ১লা ডিসেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাজন সিটি থেকে সম্প্রচার শুরু হওয়া রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা অনুষ্ঠানের নানান দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ‘চেতনা’, ‘সঞ্চয়ে স্বাবলম্বন’, ‘আলাপন’, ‘আজকের গণমাধ্যম’, ‘সংলাপ’, ‘কিছুক্ষণ’, ‘মহিলাঙ্গন’। ‘চেতনা এবং সঞ্চয়ে স্বাবলম্বন’ অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন-মান উন্নয়নে এবং সামাজিক ও ব্যক্তি জীবনে কী ধরণের প্রভাব ফেলেছে এবং তারা কীভাবে এতে উপকৃত হয়েছে তা তুলে ধরেন। ২০১৮ সালের ৩০ জুন থেকে রেডিও সম্প্রচার বন্ধ করে ১ জুলাই ২০১৮ থেকে ইন্টারনেট পরিশেবায় প্রবেশ করে আরভিএ। কিন্তু ইন্টারনেট পরিশেবার অনুষ্ঠানগুলি পূর্বের মত শ্রোতাদের আকৃষ্ট করতে না পারায় বর্তমান অনুষ্ঠানগুলিকে আরো যুগপোযুগী ও আকর্ষণীয় করে গড়ে তুলতে এবং শ্রোতাদের আরো বেশি সম্পৃক্ত করার পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও।
সারা বছর ধরে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা সার্ভিসের অনুষ্ঠান তৈরীকরণে গুরুত্বপূর্ণ সহযোগিতা করায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট ডিএক্সার দিদারুল ইকবাল, রাজশাহীর আশিক ইকবাল টোকন, নাটোরের মঞ্জুরুল আলম রিপন এবং বগুড়ার আব্দুর রাজ্জাককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
করোনাকালীন সময়ে অনুষ্ঠান তৈরীতে সহযোগীতার জন্য পুরস্কার পেয়েছেন, ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ার, ঝিনাইদহের সাজ্জাদ হোসেন রিজু, রংপুরের আতাউর রহমান রনজু, খন্দকার এরফান আলী বিপ্লব, মো. শহীদুল ইসলাম, গৌরমোহন দাস, জেমস গনসালভেস, তপন আন্তনী গমেজ। প্রতিষ্ঠান ও গঠন গৃহ সহযোগী হিসেবে পুরস্কার পেয়েছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হোস্টেল, আরএনডিএম হোস্টেল, আরএনডিএম এস্পাইরেন্সি, বটমলী হোম, মরো সেমিনারী, সংলাপ কমিশন, সাধু যোসেফ সেমিনারী, শান্তিরাণী সিস্টারর্স, তেজতুরী বাজার গানের দল, পবিত্র আত্না উচ্চ সেমিনারী, খ্রীস্ট দর্শন সেমিনারী, পবিত্র ক্রুশ প্রার্থী গৃহ, সেন্ট মেরীস স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস স্কুল এন্ড কলেজ, নুপুরের ছন্দ একাডেমি, রাজাবাজার গানের দল, আরএনডিএম সিস্টার্স।
এসময় উপস্থিত ছিলেন, ফাদার হেলমিট, রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাণীদীপ্তির সাবেক কো-অর্ডিনেটর সিস্টার সবিতা কস্তা, নবাগত কো-অর্ডিনেটর সিস্টার লাইলী রোজারিও, প্রযোজক রিপন টলেন্টিনু, ভিডিও এডিটর জেমস গনসালভেস, শব্দগ্রাহক এন্থনি তপন গমেজ, গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি শহীদুল কায়সার লিমন, সিলভী গমেজ, হ্যাপি সরদার, জয়ন্তী ত্রিপুরা, স্বর্ণালী হাজং, সিস্টার ছনিয়া গমেজ, সিস্টার সিলভিয়া গমেজ, সিস্টার সুমি কস্তা, সিস্টার তুলি কস্তা,সিস্টার চন্দনা পিমে, নিউটন মন্ডল, সিভা গমেজ, রুমা রোজারিও, সিমা ডি কস্তা, মেরী বিশ্বাস, শুভ পেরেরা, ডেভিট পালমা, সুনিল পেরেরা সহ অন্যান নতুন ও পুরাতন শ্রোতাবৃন্দ।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের লিংক: