এই উপলক্ষে সকাল নয়টায় রাজধানীর ফর্মগেইট তেজগাঁও হলি রোজারি চার্চে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিশ্বের প্রথম বাঙালি কার্ডিনাল, ঢাকার আর্চবিশপ, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনি এবং বিশপীয় খ্রীস্টীয় শিক্ষা বিষয়ক কমিশনের সভাপতি প্যাট্রিক ডি রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা-বাগেরহাট ১১নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, খ্রিস্টীয় যোগাযোগ কেন্দ্রের সাবেক পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশী’র সম্পাদকীয় বোর্ডের সদস্য ফাদার কমল কোড়াইয়া, সিবিসিবি’র খ্রিস্টীয় ঐক্য ও আন্ত:ধর্মীয় সংলাপ কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ। অনুষ্ঠানে বিভিন্ন চার্চের ফাদার, ব্রাদার, সিস্টার এবং রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)-এর আমন্ত্রিত শ্রোতা ও শ্রোতা সংগঠকদের মধ্যে উপস্থিত থাকবেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, গাজীপুর রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের সভাপতি শহীদুল কায়সার লিমন, ফরিদপুর মধুখালী ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি এম এম গোলাম সারোয়ারসহ বিভিন্ন জেলার নতুন ও পুরাতন শ্রোতাবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮০ সালের ১লা ডিসেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাজন সিটি থেকে রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ)-এর বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। রেডিও ভেরিতাস এশিয়া বাংলা সম্প্রচারের বীজ বপণ করা হয় মূলত ১৯৭৭ সালে যখন ম্যানিলা থেকে ফাদার এ্যন্টন ওয়েরাসিংহে, বোম্বের (অধুনা মুম্বাই) জেভিয়ার ইনস্টিটিউট অফ কমিউনিকেশনের এবং শ্রদ্ধেয় ফাদার গ্রেরী ডি রোজারিও, কলকাতার চিত্রবাণীতে আসেন এবং শ্রদ্ধেয় ফাদার গ্যাস্টন রোবার্জের (তখন চিত্রবাণীর অধিকর্তা) সাথে চুক্তি করেন যে চিত্রবাণীর সঙ্গে যৌথভাবে রেডিও ভেরিতাস বাংলা বিভাগ পরিচালনা করবে, এশিয়ার মানুষের কাছে বাংলায় সত্য, শান্তি ও ভালবাসার বাণী প্রচারের জন্য। ৪ঠা জুলাই ১৯৭৯, ফাঃ রোবার্জ তাঁর প্রকল্প বাস্তবায়িত করতে কলকাতার মহাধর্মপালের অনুমতি চান। তখনকার মহাধর্মপাল স্বর্গীয় এ্যালান ডি লাস্টিক (তখন কলকাতার আর্চ ডায়োসেসের ভীকার জেনারেল) ২৯শে জুলাই ১৯৭৯ অনুমতিপত্র প্রদান করেন বাংলায় রেডিও প্রোগ্রাম পরিচালনা করার জন্য। ১৯৭৮ সালের জানুয়ারি মাসে প্রয়াত জয়ন্ত চৌধুরী (ভয়েস অফ আমেরিকার প্রাক্তন পরিচালক) রেডিও ভেরিতাস বাংলা অনুষ্ঠান পরিচালনা শুরু করেন। ১লা ডিসেম্বর ১৯৮০ সালে রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা বিভাগ ড. রমেন মজুমদারের তত্ত্বাবধানে ম্যানিলা, ফিলিপাইন থেকে সম্প্রচার শুরু হয়।
২০১৮ সালের ৩০ জুন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শর্টওয়েভ সার্ভিস বা রেডিও সম্প্রচার আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দেয় এবং তার পরিবর্তে ১ জুলাই ২০১৮ থেকে ইন্টারনেট পরিশেবায় প্রবেশ করে। অর্থাৎ রেডিও যুগ ছেড়ে ইন্টারনেট যুগে প্রবেশ করে। আর এর মধ্য দিয়ে ইতিহাসের অধ্যায় হয়ে যায় রেডিও সার্ভিস।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment