Saturday, January 28, 2023
Wednesday, January 25, 2023
ক্যান্সার রোগীকে সাউথ এশিয়া রেডিও ক্লাব ও রোটারি ক্লাবের আর্থিক সহায়তা প্রদান
বুধবার (২৫ জানুয়ারি ২০২৩) বিকালে সিলেট আম্বরখানা, জালালাবাদ এলাকার বাসিন্দা হাফিজুর রহমান (ছদ্ম নাম)-কে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। তার পক্ষে নগদ অর্থ গ্রহণ করেন রোগীর মা রিপা বেগম (ছদ্ম নাম)। হাফিজুর রহমান (ছদ্ম নাম) দীর্ঘদিন ধরে পেটের ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল হওয়ায় অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না হাফিজুর রহমান।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি ও রোটারি ক্লাব অব সিলেট নর্থের প্রেসিডেন্ট মো. চাঁন মিয়া এবং রোটারি ক্লাব অব সিলেট নর্থের সেক্রেটারী ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদারের পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, মানুষের কল্যাণে যা কিছু ইতিবাচক তা নিয়ে কাজ করে রোটারি এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব। মানুষের যে কোন কল্যাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে একটি সুন্দর ও সৌহাদ্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক জোন কো-অর্ডিনেটর কপিল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব সিলেট নর্থের পাস্ট প্রেসিডেন্ট মামুন আহমদ, ট্রেজারার তুহিন আহমদ, কাজী উমর ফারুক, সিলেট এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার প্রমুখ।
সভায় ক্যান্সার রোগীকে তার চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা হিসেবে আলাদা আলাদা ভাবে নগদ অর্থ প্রদান করেন, মো. চাঁন মিয়া, মো. জসীম উদ্দীন, কাজী ওমর ফারুক, ইঞ্জিনিয়ার পনির আলম হা্ওলাদার, প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী ও সৈয়দ বিলকিস মনসুর। অনুষ্ঠানটি সফল করায় সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল ও ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
সংবাদ প্রেরক,
নুসরাত জাহান নিঝুম
সদস্য
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
সিলেট জেলা শাখা
Tuesday, January 24, 2023
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব সিলেট নর্থ
মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩) বিকালে সিলেট আম্বরখানা, জালালাবাদ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র যেসব মানুষের শীতবস্ত্র নেই তাদের শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল অথবা একটি চাদর কিংবা একটি জেকেট উপহার দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শীতের কষ্টে থাকা অসহায় মানুষদের রক্ষা করতে পারবো। তাই আসুন সকলে যার যার সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে শীতবস্ত্রের প্যাকেট তুলে দেন। শীতবস্ত্রগুলোর স্পন্সর করেন, সৈয়দ শামসুল হক এবং সৈয়দা জিন্নাতুননেছা খানম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ক্লাব প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান মো. চাঁন মিয়া এবং পরিচালনা করেন, ক্লাবের সেক্রেটারী ও প্রজেক্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক জোন কো-অর্ডিনেটর কপিল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব সিলেট নর্থের পাস্ট প্রেসিডেন্ট মামুন আহমদ, ট্রেজারার তুহিন আহমদ, কাজী উমর ফারুক, সিলেট এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার প্রমুখ।
সংবাদ প্রেরক,
মো. মামুন আহমেদ
পিপি, রোটারি ক্লাব অব সিলেট নর্থ