মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩) বিকালে সিলেট আম্বরখানা, জালালাবাদ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, শীতার্ত অসহায় মানুষের পাশে দাড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র যেসব মানুষের শীতবস্ত্র নেই তাদের শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল অথবা একটি চাদর কিংবা একটি জেকেট উপহার দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তবেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শীতের কষ্টে থাকা অসহায় মানুষদের রক্ষা করতে পারবো। তাই আসুন সকলে যার যার সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে শীতবস্ত্রের প্যাকেট তুলে দেন। শীতবস্ত্রগুলোর স্পন্সর করেন, সৈয়দ শামসুল হক এবং সৈয়দা জিন্নাতুননেছা খানম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ক্লাব প্রেসিডেন্ট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান মো. চাঁন মিয়া এবং পরিচালনা করেন, ক্লাবের সেক্রেটারী ও প্রজেক্ট চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২ এর সাবেক জোন কো-অর্ডিনেটর কপিল উদ্দিন বাবলু, রোটারি ক্লাব অব সিলেট নর্থের পাস্ট প্রেসিডেন্ট মামুন আহমদ, ট্রেজারার তুহিন আহমদ, কাজী উমর ফারুক, সিলেট এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার প্রমুখ।
সংবাদ প্রেরক,
মো. মামুন আহমেদ
পিপি, রোটারি ক্লাব অব সিলেট নর্থ
No comments:
Post a Comment