শুক্রবার (০৯ জুন ২০২৩) সিলেট সদর উপজেলার দলদলি চা বাগান সংলগ্ন দলদলি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই হ্যাম ক্যাম্পের আয়োজন করে এ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ (এআরএসবি)।
ক্যাম্পে এআরএসবি-এর সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক (S21TV) এর নেতৃত্বে সংগঠনের কার্যনির্বাহী সদস্য, হ্যাম অপারেটর মো. তাহসিন রহমান আবির (S21IT), মো. কাউসার (S21KV), জিল্লুর রহমান (S21JR), মো. আশিকুল হক (S21CJ), রকিবুস সালেহিন (S21LP), রাহাত খাঁন (S21DI), তুহিন (S21ED), মহসিনুজ্জামান জাহান (S21MK), তৌহিদুল আলম চৌধুরী (S21TN), মুফিদ ইসলাম (S21IM) ও রুবায়েত বিনতে ওয়াহিদ (S21RQ), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মো. দিদারুল আলম (দিদারুল ইকবাল) ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, শুভাষিস পাল, সাগর, আলী রেজা রাজু, সোহেল, মো. আসিফ ইশতিয়াক, জ্যৈষ্ঠ এ্যামেচার রেডিও অপারেটর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, ফেনী, খুলনা, যশোর সহ আরো কয়েকটি জেলার শতাধিক এ্যামেচার রেডিও লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকারী এতে অংশ নেন।
সকাল ৮টায় অংশগ্রহণকারী সকলে আয়োজনস্থলে উপস্থিত হলে তাদের মধ্যে পোলো শার্ট এবং ক্যাপ বিতরণ করা হয়। এরপর এ্যামেচার রেডিও অপারেটরদের বিভিন্ন কার্যাবলী ও এআরএসবি-এর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এআরএসবি-এর সাধারণ সম্পাদক অনুপ কুমার ভৌমিক (S21TV)। তিনি বলেন, দুর্যোগে এ্যামেচার রেডিও অপারেটররা রাষ্ট্রের অঘোষিত দূত হিসেবে কাজ করেন। তারা আপদকালীন সময়ে রেডিও-র মাধ্যমে যোগাযোগ স্থাপন করে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমান রাষ্ট্রের কাছে তুলে ধরেন এবং অংশ নেন উদ্ধার কাজেও। এই ক্যাম্পে এসব বিষয়ে নতুনদের শেখানো হয়। পাশাপাশি এ্যামেচার রেডিও চর্চায় সবাইকে উদ্বোদ্ধ করতে স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরী করা হয়। আগামীতে এ ধরনের ক্যাম্প দেশব্যাপী আয়োজন করা হবে বলেও তিনি জানান।
এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন ব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারীদের একাধিক দলে বিভক্ত করে পর্যায়ক্রমে ভিএইচএফ/ ইউএইচএফ/ এইচএফ রেডিও সম্পর্কে পরিচিতি ও পরিচালনার কারিগরি বিষয় তুলে ধরা হয় এবং এন্টেনার বেসিক নিয়ে হাতে-কলমে অনুশীলন করানো হয়। দুপুরের লাঞ্চের পর প্রাথমিক চিকিৎসা, ৪টি টিম আকারে নতুন পরীক্ষার্থী অংশগ্রহণকারীদের দুর্যোগ এলাকা চিহ্নিত করে কিভাবে রেডিও ব্যবহার করে সাহায্য চাইতে হবে এবং উদ্ধার অভিযানে অংশ নিতে হবে তার অনুশীলন করানো হয় এবং সন্ধ্যায় সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে দিন ব্যাপী আয়োজনের সমাপ্তী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দেশের এ্যামেচার রেডিও অপারেটরদের নিয়ে শীর্ষ সংগঠন হিসেবে কাজ করছে এ্যামেচার রেডিও সোসাইটি অব বাংলাদেশ যা সংক্ষেপে এআরএসবি। সংগঠনটির সদস্য, এ্যামেচার রেডিও অপারেটর, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের উপস্থিতিতে এবারের এ্যামেচার রেডিও ক্যাম্প মিলনমেলায় পরিণত হয়।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment