শুক্রবার (৪ আগস্ট ২০২৩) সকালে শেরপুর জেলা প্রেসক্লাবে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। ওইসময় তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ বেতারকে আধুনিকায়ন ও স্মার্ট করতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান প্রচারের পাশাপাশি উন্নয়ন ও বিনোদনমূলক অনুষ্ঠানের পরিধি বাড়িয়েছে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম আধার। তিনি তার বক্তব্যে বলেন, “স্মার্ট বাংলাদেশ” গড়তে হলে দেশের প্রতিটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সরকারী সকল দপ্তরে অবশ্যই বাধ্যতামূলকভাবে রেডিও সেট রাখা ও কর্মকর্তাদের বেতার অনুষ্ঠান শোনার ব্যবস্থা করতে হবে। গ্রাম পর্যায়ে বেতার শ্রোতাক্লাব গঠনসহ ক্লাবগুলোর মাধ্যমে গণসচেতনতামূলক অনুষ্ঠান তৈরীতে বাংলাদেশ বেতারকে ভূমিকা রাখতে হবে। তবেই সরকারের “স্মার্ট বাংলাদেশ” গঠন সফল হবে।
অনুষ্ঠানের সভাপতি ও কী-নোট স্পিকার দিদারুল ইকবাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে “স্মার্ট বাংলাদেশ” হিসেবে গড়ে তুলতে যে চারটি মূলনীতি (১) স্মার্ট সিটিজেন, (২) স্মার্ট গভর্নমেন্ট, (৩) স্মার্ট ইকোনমি এবং (৪) স্মার্ট সোসাইটি ঘোষণা করেছেন তা তুলে ধরেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর "স্মার্ট বাংলাদেশ" কনসেপ্ট নিয়ে কোন বেতার শ্রোতাক্লাব কর্তৃক আয়োজিত এটিই প্রথম অনুষ্ঠান। এই কনসেপ্ট নিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিক সেমিনার আয়োজন করবে যাতে বেতার এবং শ্রোতাদের জীবন-মান উন্নয়নে স্মার্ট পরিবর্তন আসে এবং প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল হয়।
সৃষ্টি সেন্ট্রাল স্কুলের সহকারী শিক্ষক ও সাংবাদিক জয়নাল আবেদীন তারেকের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি ওমর ফারুক পুলক ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সরকার, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার ধারাভাষ্যকার ও শ্রোতা আশরাফুল হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- জামালপুর জেলা আহবায়ক মো. মোশাররফ হোসেন। বক্তারা বেতারকে আরও গণমুখী এবং শ্রোতাবান্ধব করে তুলতে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বেতার শ্রোতা ক্লাবের সদস্য মো. লিপন, মো. শাহাদাত হোসেন, শফিউল আলম লেবু, মো. বাদল হোসাইন, সোলায়মান কবীর, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক উর্মী বাংলা প্রতিদিনের খায়রুল ইসলাম, দৈনিক আজকালের কন্ঠ ও বিটিভি’র ক্যামেরাম্যান শান্ত রায়, ভোরের চেতনার প্রতিনিধি মো. নাজমুল আলম, দৈনিক প্রভাতের রিয়াদ হাসান হাবিল, মো. গোলাম রাব্বানী, মো. রোকন মিয়া, মো. নুরুজ্জামান মিজু, আদনান আহমেদ রাহিন সহ স্থানীয় ৫০ জন শ্রোতা।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতারের সাবেক
পরিচালক ড. মির শাহ আলম চলতি বছর ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য,
সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়ায় বেতার এবং রোটারি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানে
সাফল্যের সাথে অংশগ্রহণ করায় তাকে শেরপুর জেলা বেতার শ্রোতাক্লাবের পক্ষ থেকে
সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম
আধার-কেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment