ফিলিপাইনের রাজধানী ম্যানিলার ক্যাজন সিটি থেকে পরিচালিত রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) বাংলা বিভাগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা।
শুক্রবার (১ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইল মধুপুর উপজেলার ভাওয়াল রেস্তোরায় এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো: সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং ক্লাব সদস্য সুব্রত কর্মকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, রাজনীতিবিদ ও সমাজকর্মী বাপ্পু সিদ্দিকী।
অনুষ্ঠানের শুরুতে বাসা-বাড়ী মার্কেট সড়কে একটি আনন্দ র্যালী করা হয় এবং কেক কাটার মধ্য দিয়ে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এরপর আরভিএ বাংলা বিভাগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি অলক কুমার চৌধুরী, মধুপুর ডিস্ট্রিবিউটর সমিতির সাধারণ সম্পাদক লিটন কুমার সিংহ রায়, টাঙ্গাইল মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি এস এম শহীদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সদস্য মো: আশরাফুল ইসলাম মারুফ, মো: হাসনাত মুনতাসীর, মো: সরোয়ার জামান, পার্থ রবি দাস, গালিব রেদোয়ান মারুফ, মাহাথির মোহাম্মদ, মো: আতাউর রহমান, খন্দকার নাফিউল জাদীদ, মো: আবিদ আল সামী, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, বদিউজ্জামান বুলবুল, সাদিকুল ইসলাম সিয়াম, রুবেল আহমদ প্রমুখ। অনুষ্ঠান আয়োজন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা।
No comments:
Post a Comment