রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছেন ড. মোহাম্মদ হারুন অর রশিদ।
রবিবার (২৬ মে ২০২৪) দুপুরে তিনি আধ্যাত্মিক ও পর্যটন নগরীর এই বেতার কেন্দ্রে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ বেতার, রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক পদে কর্মরত ছিলেন। ২০১৩ সালের ২০ জুন তিনি এই বেতার কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক পদে যোগদান করেছিলেন। ২০২১ সালের ২৫ জানুয়ারি পদোন্নতির পর তিনি ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে আঞ্চলিক পরিচালক এর দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১৬ মে ঐ কেন্দ্র থেকে অবমুক্ত হন।
বাংলাদেশ সিভিল সার্ভিস তথ্য ক্যাডারের ২১তম ব্যাচের কর্মকর্তা ড. হারুন ২০২৩ সালে বাংলাদেশ বেতারে শুদ্ধাচার পদকপ্রাপ্ত হন। বাংলাদেশ বেতার, রংপুরের আঞ্চলিক পরিচালক পদের দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে বার্ষিক কর্মসম্পান চুক্তি (এপিএ)-তে পরপর তিনবার চ্যাম্পিয়ন হয়। এছাড়া তার দায়িত্বকালীন সময়ে এফএম ১০৫.৬ চালু, জনগণের অংশগ্রহণে শ্রোতাক্লাবের কার্যক্রম বৃদ্ধি, শুদ্ধাচার পদক চালু (শুরু থেকেই), শিল্পী- কলাকুশলী- শ্রোতা সংযোগ বৃদ্ধিকরণ, রংপুর বেতারকে শ্রোতামুখীকরণসহ বহু আয়োজনের মাধ্যমে তিনি রংপুর বেতারকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যা বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রের মধ্যে “আইকনিক” কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী ড. হারুন দক্ষিণ কোরিয়া থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি অর্জন করেন। ২০০৩ সালে বাংলাদেশ বেতারে যোগদানের পর তিনি বাংলাদেশ বেতার সদর দপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়েও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ড. হারুন অর রশিদ আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে যোগদান কারায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ সহ ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment