সিলেটের লাইসেন্সপ্রাপ্ত হ্যাম রেডিও অপারেটর এবং এ্যামেচার রেডিও’র প্রতি আগ্রহীদের নিয়ে সিলেট এ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন (সারা) এর আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ২০২৫) ২০ রমজান বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজার রাজবাড়ী রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতারের আয়োজন করা হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়েস মো. সাকেরুল ইসলাম (S21OES) এর সভাপতিত্বে আলোচনা সভায় হ্যাম রেডিও’র বিভিন্ন কার্যক্রম ও এর প্রয়োজনীয়তা এবং বিটিআরসি কর্তৃক আয়োজিত এ্যামেচার রেডিও লাইসেন্স প্রাপ্তি পরীক্ষা ২০২৫ সম্পর্কে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সন্দীপ রায় (S21AAI) এবং সাংগঠনিক সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL)।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ (S21MEV), প্রচার সম্পাদক মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব (S21ATV), দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সহ-সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল আজকের সংবাদ২৪.কম-এর সম্পাদক ফয়জুল আহমদ, অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য হিমেল ইলিয়াস (S21CRT), মঞ্জু কান্তি সিনহা (S21USA), মাহাদি হাসান, সাকিব আহমদ প্রমুখ।
No comments:
Post a Comment