আধুনিক বিশ্বে সর্বসন্ত্রাসের আখড়া ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিট।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) বাদ জুম’আ সিলেট নগরীর শাহপরানে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর ৩৪নং ওয়ার্ডের বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সিলেট সদর উপজেলা গেইট প্রদক্ষিণ করে শাহপরান মাজার গেইটে গিয়ে মানববন্ধন তৈরী করে এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ছরোয়ার, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো. আফজল চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, তালীমুদ্দীন একাডেমি সিলেটের মুআল্লিম ও মারকাযুল হিদায়া সিলেটের সিনিয়র শিক্ষক মাওলানা হিববান খলীল।
এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের কার্যনির্বাহী সদস্য এম নাঈমুল হক চৌধুরী, সদস্য আফতাব হোসেন, ৩৪নং ওয়ার্ড বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জাকির হোসেন ও আজিজুর রহমান, মুফতি সারওয়ার মাহমুদ চৌধুরী, খালেদ আহমেদ, মো. নাঈম উদ্দিন, তারেক জামাল, মো. ফয়ছাল আহমদ, নাফিউল ইসলাম হায়মন, মাহফুজুর রহমান, তামজিদ আহমদ তানজীম, তাওফিক আহমদ তাহসিন, মো. মাহফুজ ইসলাম, আব্দুল্লাহ আল তাওসিফ, মো. মোবারক আলী, মো. মেহেদী হাসান কাউসার ইসলাম জিহাদ, রাহিম আহমদ, রাহি, শাওন, সাদাব, ফাহিম, জয় প্রমুখ।
এছাড়া ফিলিস্তিনে গণহত্যার আরো প্রতিবাদ জানান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, মহাসচিব নুর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মাহমুদ হায়দার জীবন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম মেরাজ, প্রচার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব আলী, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- সিলেট জেলা ইউনিটের সভাপতি মো. জসিম উদ্দিন ও ক্লাবের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, গাজায় যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে কোন মূল্যে গ্রেপ্তার অতি জরুরী। সে বিশ্ব মানব সভ্যতার জন্য সবচেয় বড় হুমকি। তাকে যত তাড়াতাড়ি গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)‘র মাধ্যমে শাস্তি দেওয়া যাবে মানব সভ্যতা তত দ্রুত রক্ষা পাবে। এছাড়া ইসরায়েলি অর্থনীতি ধ্বংস করে দিতে আমাদের এখনি বাংলাদেশের সর্বত্র ইহুদি পণ্য বয়কট করতে হবে। একই সঙ্গে তিনি বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) লেখাটি আবারও উল্লেখ করার জন্য রাষ্ট্রের কাছে দাবি জানান। এছাড়া তিনি প্রতিবাদ সমাবেশের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ সহ আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহবান জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা পরিচালনা করেন, রুস্তমপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিহাব উদ্দিন। এ সময় সকলে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।