ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে সিলেটের শাহপরান বাহুবল ১নং রোডের এলাকাবাসী।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) বাদ আসর নগরীর শাহপরান বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট ইসরায়েলের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মো. আফজল চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে অংশ নেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), রহমত আলী, জাহাদার চৌধুরী, রফিকুল ইসলাম, আব্দুল হান্নান মাস্টার, আখলিছুর রহমান, সাহাব উদ্দিন ব্যাংকার, আবুল হোসেন আবু, আব্দুর রহিম ব্যাংকার, জসিম উদ্দিন, দুলাল আহমদ, আব্দুল ওয়াসেহ, মো. বদরুল হক মিরাশি, আব্দুর রাজ্জাক, ফারুক আহমদ, মসজিদের মুয়াজ্জিন জাকির হোসেন ও আজিজুর রহমান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, মরিয়ম চৌধুরী, আইরা চৌধুরী, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল তাওসিফ, আনাস, সুফিয়ান, মাহবুব, ফারজিন সহ বড়-ছোট নানা শ্রেণিপেশার বহু মুসল্লিবৃন্দ। সমাবেশের মাধ্যমে বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা যেন একখন্ড প্রতিবাদী ফিলিস্তিনে পরিণত হয়ে উঠে।
প্রতিবাদ সমাবেশে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর এই জুলুম আর মেনে নেওয়া যায় না। ইসরায়েলি বোমার আঘাতে মানুষের লাশের বিভিন্ন অংঙ্গ প্রতঙ্গ তুলার মতো আকাশে উড়ছে, এই দৃশ্য সহ্য করা যায় না। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিষ্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু ও গণহত্যার পরেও কি ইসরায়েলকে থামানোর মতো কেউ নেই বিশ্বে? আমাদের এখনি বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। তাই আজ থেকে ইসরায়েলি পণ্য বর্জন করুন। অন্তত এই পণ্য বয়কটের মাধ্যমে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকি। আমাদের যতটুকু সামর্থ আছে, সেটা নিয়েই প্রতিবাদ করি। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
প্রতিবাদ সভায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বাদ জুম’আ এই মসজিদ থেকে শাহপরান বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহবান জানানো হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের গাজাসহ বিশ্বব্যাপী
নির্যাতিত মুসলমানদের জন্য বিশেষ দোয়া ও
মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা পরিচালনা করেন, বাহুবল গ্রীনল্যান্ড আবাসিক এলাকা কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন জাকির হোসেন। এ সময় মুসল্লিরা
কান্নায় ভেঙে পড়েন। সবাই চোখের পানিতে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা
করেন।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস-চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।
No comments:
Post a Comment