ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে স্কুলের হলরুমে প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলন মেলা বসে। দীর্ঘ দিন পর পুরনো সহপাঠি, বন্ধু-বান্ধবীদের দেখা পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। একে অপরের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে ফিরে যান হারিয়ে যাওয়া শৈশবে। সে এক অভূতপূর্ব স্পর্শানুভূতি।
এই বিদ্যালয়ের ১৯৭৮ ব্যাচের কৃতি শিক্ষার্থী বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মির শাহআলমের সভাপতিত্বে তৃতীয় প্রস্তুতি সভায় বিপুল সংখ্যক নবীন-প্রবীণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। সভায় শতবর্ষ পূর্তি উৎসব উদযানের জন্য বিভিন্ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
স্কুলের প্রাক্তন ছাত্র সহঃ অধ্যাপক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রাকিব আহম্মেদ খান খাদেম, প্রাক্তন ছাত্র দেবব্রত বনিক, শেখ মো. আইয়ূবুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন, আবুল মনসুর মিশন, বাসস’র কর্মকর্তা প্রাক্তন ছাত্র মোহাম্মদ মাহবুবুজ্জামান (ফরিদ), মৌসুমী আক্তার,
নাজমুল হাসান ভূঁইয়া, ১০ শ্রেণীর ছাত্রী নাফিসা আজিম ভূঁইয়া প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রেলওয়ে স্কুলের সিনিয়র শিক্ষক হাবিবুর রশিদ, প্রাক্তন ছাত্র নাজমুল হাসান, নোমান চৌধুরী, মো. জাকির হোসেন, ফয়সাল আহমেদ, মুনতাসির, রবিউল আলম,
মো. শওকত আলী, মো. হাবিবুর রসিদ, মো. নুর ই আলম সিদ্দিকী, মাযহারুল ইসলাম বাবুল,
মো. জাহাঙ্গীর আলম, মো. শাহ আলম ভূঁইয়া, শেখ আব্দুল লতিফ,
মো. রফিকুল ইসলাম, মো. সাফায়েত খাদেম, কাজী সোহেল খাদেম প্রমুখ।
আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে শতবর্ষ পূর্তি উদযাপন আয়োজনের লক্ষ্যে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. মির শাহ আলম (৭৮)-কে আহবায়ক এবং কামরুল ইসলাম খান (৮৫)-কে সদস্য সচিব করা হয়। এছাড়াও কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। আগামী ২৫ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। বিদ্যালয়েল সকল প্রাক্তন ছাত্রছাত্রীকে অনলাইন বা অফলাইনে রেজিষ্ট্রেশন মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠানে অংশ নিতে আহবান জানানো হয়। বলাবাহুল্য এই সভার পূর্বে গত ২৭ জুলাই ঢাকার উত্তরা হোয়াইট হলে প্রথম সাধারণ সভা এবং ৪ আগস্ট ঢাকার পল্টনে হোটেল শাংরিলা ইন-এ দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে শতবর্ষ পূর্তি উপলক্ষে রচিত থিম সং পরিবেশন করেন ৯ম শ্রেণীর ছাত্রী হাফসা নূর।
উল্লেখ্য, ১৯২০ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আখাউড়ার এই প্রাচীন বিদ্যাপীঠটি ১০৫ বছর ধরে অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রেখেছে এবং স্কুলের সাবেক শিক্ষার্থীদের অনেকেই কর্মজীবনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে স্কুলের সুনাম বৃদ্ধি করেছে।
No comments:
Post a Comment