আন্তর্জাতিক একাধিক অভিজাত শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ লোগো উন্মোচন করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) সিলেট জিন্দাবাজারস্থ দৈনিক সিলেট বাণীর কার্যালয়ে এই লোগো উন্মোচন করা হয়।
লোগো উন্মোচন করেন, দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এবং ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR)।
ক্লাবের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য করা হয়েছে “গ্রীন ফরেস্ট, পিসফুল লাইফ বা সবুজ বন, প্রশান্তির জীবন”।
এবারের প্রতিপাদ্যের মাধ্যমে বোঝানো হয়েছে- প্রকৃতির সবুজ পরিবেশ বা বন মানুষের মনে শান্তি এবং আনন্দ এনে দেয়, যা জীবনের ব্যস্ততা ও একঘেয়েমি দূর করে প্রশান্তি নিয়ে আসে। মানুষ মানসিক শান্তি লাভ করে, যা তাদের জীবনে এক স্নিগ্ধ ও শান্তিময় অনুভূতি তৈরি করে। সবুজ বন শুধু মানসিক প্রশান্তিই দেয় না, এটি পরিবেশকে নির্মল ও সতেজ রাখতেও সাহায্য করে। তাই প্রত্যেকে যাতে বেশি বেশি গাছ লাগায় সেই আহবান জানানো হয়েছে এবারের প্রতিপাদ্যে।
বিশেষ লোগোতে একটি গোল বৃত্তের মধ্যে ক্লাবের নাম, মূল লোগো, প্রতিষ্ঠা, সাফল্যের ২৮ বছর, প্রতিপাদ্য এবং সবুজ বন ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে এবারের প্রতিপাদ্যকে লক্ষ্য রেখে গাছের ২টি সবুজ পাতাকে ব্যবহার করে ইংরেজী সংখ্যা ৮ বানানো হয়েছে, যা "সবুজ বনের প্রতীক"। গাছের সবুজ পাতা একটি সজীব স্বাস্থ্যকর, পরিবেশ সুরক্ষার, প্রকৃতির উর্বরতা ও সুখের ইঙ্গিত বহন করে। যা জীবনের বৃদ্ধি ও নবায়ন নির্দেশ করে। এছাড়া লোগোর বৃহৎ অংশ জুড়ে সবুজ রং ব্যবহার করা হয়েছে। যা পরিবেশগত আন্দোলনের একটি প্রতীক অর্থাৎ যা পরিবেশ সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে। সংক্ষেপে, সবুজ বনের চিহ্ন প্রকৃতির সজীবতা, বৃদ্ধি, এবং জীবনের সুখের প্রতীক। এছাড়া লোগোতে ইংরেজী সংখ্যা ২৮ এর উপর একটি বড় ও চারটি ছোট তারকাসহ মোট ৫টি তারকা ব্যবহার করা হয়েছে। যা ক্লাবের ২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যগুলোকে চিহ্নিত করে। রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ভয়েস অব ইন্দোনেশিয়া, চীন আন্তর্জাতিক বেতার, রেডিও ভেরিতাস এশিয়া ফিলিপাইন, আউটরিচ উড়িষ্যা ভারত এবং বাংলাদেশ বেতার থেকে ক্লাব তার গৌরবোজ্জ্বল ২৮ বছরের ইতিহাসে যে বিরল স্বীকৃতি লাভ করেছে তা বেতার ইতিহাসে অদ্বিতীয়।
১৯৯৭ সালের ১লা অক্টোবর চট্টগ্রামে প্রতিষ্ঠিত তৎকালীন “ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব অব বাংলাদেশ” বিভিন্ন দেশের বেতার অনুষ্ঠান শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতাসহ বেতারের প্রচার-প্রসার ও শ্রোতা বৃদ্ধি, সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখার অঙ্গিকার নিয়ে যাত্রা শুরু করে। যা বর্তমানে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ নামে পরিচিত। ক্লাব থেকে সবসময় বিভিন্ন বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, শ্রোতা সম্মেলন আয়োজন, বিশ্ব বেতার দিবস পালন, বেতার বিষয়ক বিভিন্ন ডিএক্স প্রদর্শনী-সেমিনার আয়োজন, শিক্ষা সফর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান প্রতিযোগিতার আয়োজন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, ত্রাণ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয়, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন, ফ্রি মাস্ক-হ্যান্ড স্যানেটাইজার-সাবান বিতরণ, ফ্রি রেডিও সেট বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস পালন করা হয়ে থাকে।
ক্লাবের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রীয় মর্যাদায় ইন্দোনেশিয়া ও চীন এবং বেসরকারী ভাবে ফিলিপাইন ও ভারত ভ্রমণের একাধিক সুযোগ পেয়েছেন যা বেতার ইতিহাসে বিরল।
বার্তা প্রেরক,
তাছলিমা আক্তার লিমা
ভাইস চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ
No comments:
Post a Comment