প্রেস রিলিজ: ৭৮ (১১/০৫), ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার
দেশব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচির দ্বিতীয় ধাপে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া কার্যক্রম শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) মাসব্যাপী এই ক্যম্পেইনের সমাপনী দিন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী যেসকল শিশু টাইফয়েড টিকা নেয়নি তাদের অভিভাবকদের সচেতনতা তৈরী করে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা
করে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।
ক্লাবের এই গণসচেতনতামূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সহ-সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল বারী (স্বাস্থ্য সহকারী)।
শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) বলেন, টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। প্রতি বছর বহু শিশু এই রোগে মারা যায়। তাই টাইফয়েড রোগ প্রতিরোধ ও মৃত্যুহার কমাতে শিশুদের সুরক্ষায় সরকার এ টিকাদান কর্মসূচি চালু করেছে। টাইফয়েড টিকা নিরাপদ ও শিশুদের জন্য খুবি কার্যকর। শিশুদের টাইফয়েড থেকে রক্ষা করতে হলে টিকা দেওয়া খুবই জরুরি।
দিদারুল ইকবাল (S21DAL) আরো বলেন, “এই টিকা হালাল নয়, পুরুষত্ব বা সন্তান ধারণ ক্ষমতা নষ্ট করে, ক্যান্সার হবে, টিকার মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে --এমন অনেক কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ শহর-গ্রামের বিভিন্ন আলোচনায় একটি মহল সুপরিকল্পিত ভাবে গুজব ছড়িয়েছে এবং অনেকে না জেনে না বুঝে মনগড়া কিছু বিভ্রান্তিকর ভুল তথ্য প্রচার করেছে। আপনারা কেউ এসব গুজবে কান দেবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক যাচাই–বাছাই করেই এই টিকা অনুমোধন করেছে।
বাংলাদেশ বেতার এসব গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে নানা অনুষ্ঠান প্রচার করছে। বেতারের শ্রোতা হিসেবে আমরাও আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের পক্ষ থেকে উঠান বৈঠকের মাধ্যমে গুজব ও কুসংস্কার প্রতিরোধসহ টিকা গ্রহণে মানুষকে সচেতন করছি এবং সেই সাথে সরকারের পক্ষে বাংলাদেশ বেতার টিকা নিয়ে ধারাবাহিক যে প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাও শুনতে উৎসাহিত করে যাচ্ছি। আপনারা বেতার শুনুন, সুস্থ্য ও সচেতন থাকুন।”
ক্লাবের এই গণসচেতনতামূলক কার্যক্রমে শুভকামনা জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সভাপতি মো. ময়নুল হক, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা মির শাহ আলম, ভাইস-চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল।
গণসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে
খলাগ্রাম
কমিউনিটি ক্লিনিকে ১৫০ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা সম্ভব হয়েছে। টিকাদান কর্মসূচিতে সুপারভাইজার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক রেহেনা খাতুন, স্বাস্থ্য সহকারী আব্দুল বারী, সিএইচসিপি রুমানা আক্তার, স্বেচ্ছাসেবী সেলিনা বেগম, পোর্টার সুবল নাথ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সারওয়ার আহমদ এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নিখিল চন্দ্র দাসের তথ্যমতে ইপিআই কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে গোয়াইনঘাটে সর্বোমোট ৮৫ হাজার ৭২৭ জনকে টিসিভি টিকা দেওয়া হয়েছে।
ইউনিসেফ, গ্যাভি- দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর সহায়তায় বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) কর্মসূচি চালু করে। বাংলাদেশ বিশ্বের অষ্টম দেশ হিসেবে এই ধরনের ক্যাম্পেইন চালু করলো। যা ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রথম ধাপে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বিতীয় ধাপে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হয় ১ থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
বার্তা প্রেরক,
মো. নোমান উদ্দিন রায়হান
যুগ্ম সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেট।



No comments:
Post a Comment