“সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক একাধিক পুরস্কারপ্রাপ্ত বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়ায় দিদারুল ইকবাল (S21DAL -
সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) নামে বহুল পরিচিত। ‘সমাজসেবা’ ক্যাটাগরিতে তিনি এ পদক লাভ করেন।
গতকাল শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রাজধানী ঢাকার বাংলামটর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত “সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার” শীর্ষক আলোচনা সভা ও সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” অনুষ্ঠানে দিদারুল ইকবাল (S21DAL) এর হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সৈয়দ শুভ্র। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি দৈনিক সংবাদ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও সমীকরণ আদর্শ সংস্কৃতিক সংগঠনের সভাপতি মাকসুদেল হোসেন খান মাকসুদ, বিশেষ অতিথি সমাজ উন্নয়নকর্মী ও রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, নারী উদ্যোক্তা ও স্মার্ট উদ্যোক্তা ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি এবং সমীকরণ আদর্শ সংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। জমকালো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী সবুজ রায় ও সৌখিন আজিজ।
দিদারুল ইকবাল (S21DAL) একজন পেশাদার সমাজকর্মী, রেডিও এক্টিভিস্ট ও সংগঠক। তিনি বাংলাদেশ বেতারসহ বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশন বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া- ভয়েস অব ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রাশিয়া, রেডিও কানাডা, রেডিও কায়রো, রেডিও নেদারল্যান্ড, রেডিও পাকিস্তান, অল ইন্ডিয়া রেডিও, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও থাইল্যান্ড, রেডিও মঙ্গোলিয়া, রেডিও অস্ট্রেলিয়া, রেডিও চেক রিপাবলিক, রেডিও পোল্যান্ডসহ বিভিন্ন রেডিও অনুষ্ঠান থেকে প্রাপ্ত বহুমাত্রিক তথ্য এবং অনুপ্রেরণা ব্যবহার করে, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর মাধ্যমে গ্রামগঞ্জ, দুর্গম এলাকা, চা বাগান, বেদে পল্লী, জেলে পল্লী, শহর-বন্দর, বস্তি সর্বস্তরের জনপদে বসবাসরত হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, ভাগ্য পরিবর্তন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বিভিন্ন সচেতনতামূলক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন। সমাজের পিছিয়ে পড়া মানুষকে বেতারের বহুমাত্রিক তথ্য দিয়ে তাদের সচেতন করে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের মাধ্যমে তাদের হাতকে সম্পদে রূপান্তর করতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিদারুল ইকবাল (S21DAL)।
শিক্ষা, সমাজসেবা, সাংবাদিকতা, অভিনয়, সাহিত্য, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, শিশু শিল্পী, নারী উদ্যোক্তা ক্যাটাগরীতে কাজ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন ১৫ জন সফল ও অনুকরণীয় ব্যক্তিদের কাজের স্বীকৃতি স্বরূপ “সমীকরণ অগ্রযাত্রা সম্মাননা-২০২৬” এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংবাদ প্রেরক,
মুহাম্মদ ইয়াকুব আলী
প্রচার সম্পাদক
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

No comments:
Post a Comment