১৭ এবং ২২ই ফেব্রুয়ারী’২০০৯ দুই বাংলায় শ্রোতা সম্মেলন
এই ফেব্রুয়ারী মাসে ডয়চে ভেলে, বাংলা বিভাগ আয়োজন করছিলো দুটো শ্রোতা সম্মেলন৷ প্রথমটি ১৭ই ফেব্রুয়ারী হয়ে গেলো কলকতায় এবং দ্বিতীয়টি হবে আগামী ২২শে ফেব্রুয়ারী ঢাকায়৷
ঢাকা শ্রোতা সম্মেলন
২২শে ফেব্রুয়ারী, ২০০৯৷ স্হান: জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি- ১০, রোড ৯ (নতুন) ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৫, বাংলাদেশ৷ সময়: সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷ টেলিফোন- 008802- 9126525/526
দুই বাংলার শ্রোতাবন্ধুরা আন্তরিকভাবে আমন্ত্রিত৷ আমরা আশা করছি অনেক শ্রোতাবন্ধু সেখানে উপস্হিত হবেন এবং আমরা আমাদের অনুষ্ঠান বিষয়ে তাদের সাথে মতবিনিময় করতে পারবো যা আগামী অনুষ্ঠান পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ৷ থাকবে আমাদের পরিবর্তিত ওয়েবসাইট নিয়ে প্রেজেন্টেশন এবং বর্তমান মিডিয়া টেকনোলজি ও ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা৷ আর উপস্হিত শ্রোতাবন্ধুদের জন্য অবশ্যই থাকবে বিশেষ ধাঁধা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ৷
২০০৭ সালের ঢাকা শ্রোতা সম্মেলনের গ্রুপ ছবি (ফাইল ফটো) ।
ছবিতে নুরুননাহার সাত্তারের পেছেন সারিতে দাড়ানো সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পরিচালক দিদারুল ইকবাল ।
No comments:
Post a Comment