চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরের বড় ছেলে
"উৎস" গুরুতর অসুস্থ
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহেরের বড় ছেলে "উৎস" গুরুতর অসুস্থ হয়ে পড়েছে । ডাক্তারী পরীক্ষায় তার কিডনিতে সমস্যা ধরা পড়েছে । বর্তমানে "উৎস" ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এখনো পর্যন্ত তার শাররীক কোন উন্নতি ঘটেনি । মহিউদ্দিন তাহেরের সাথে আলাপ করে জানা যায় "উৎস"র ইতিমধ্যে বেশ কয়েকটি মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে এবং আরো কিছু পরীক্ষা চলছে । ১৭ই ফেব্রুয়ারী'০৯ "উৎস"র বিষয়ে একটি মেডিকেল বোর্ড বসার কথা রয়েছে । আমরা সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পক্ষ থেকে দ্রুত "উৎস"র রোগ মুক্তি কামনা করছি এবং সে সাথে চীন আন্তর্জাতিক বেতারের সকল শ্রোতা বন্ধুর কাছ থেকে দোয়া কামনা করছি যাতে "উৎস" তার প্রিয় বাবা মায়ের কোলে রোগ মুক্ত হয়ে ফিরে যেতে পারে ।
উল্লেখ্য চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৪০ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১৪ই ফেব্রুয়ারী'০৯ গুলশান গোল্ডেন রাইস চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত চীন আন্তর্জাতিক বেতারের প্রতিনিধি দলের সাথে "মত বিনিময় সভা"য় সি.আর.আই এর সাবেক বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের উপস্থিত থাকার কথা থাকলেও তার বড় ছেলে অসুস্থ হয়ে পড়লে তিনি সেদিন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ।
১৭/০২/২০০৯
দিদারুল ইকবাল
পরিচালক
No comments:
Post a Comment