সাউথ এশিয়া রেডিও ক্লাব ।। “জন্ম নিবন্ধন-সবার প্রয়োজন” এই শ্লোগানকে সামনে রেখে আগামী ৩ জুলাই শুক্রবার ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শোভাযাত্রাটি নগর ভবনের সন্মূখ সড়ক থেকে শুরু করে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক (এমপি)উক্ত শোভাযাত্রার নেতৃত্ব প্রদান করবেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালেয়র মাননীয় মন্ত্রী ডা: অআ.ফ.ম.রুহুল হক (এমিপ)। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা: সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক (এমপি) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখবেন জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আ.ক.ম.সাইফুল ইসলাম চৌধুরী, শুভেচ্ছা জ্ঞাপন করবেন ইউনিসেফ-র বাংলাদেশস্থ প্রতিনিধি জনাব ক্যারেল ডি রয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান গম্ভীরা পরিবেশন “চাঁপাই গম্ভীরা’র মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আয়েজিত শোভাযাত্রা সহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রীত অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগ থেকে নিমন্ত্রন প্রাপ্ত জন্ম নিবন্ধন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং সংগঠনের কর্মকর্তা/কর্মীবৃন্দ উপস্থিত থাকবেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা শাখার সভাপতি তাছলিমা আক্তার লিমা, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এবং গাজীপুর শাখার সভাপতি শহীদুল কায়সায় লিমন আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য সাউথ এশিয়া রেডিও ক্লাব ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে শিশুদের নিবন্ধনের ডাটা সংগ্রহ এবং ডাটা এন্ট্রি দিয়ে সনদপত্র বিতরনের মাধ্যমে সহযোগিতা করে আসছে।
Wednesday, July 01, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment