কুইজ প্রতিযোগিতা-২০০৯
বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, সিরাজগঞ্জ
বর্তমান ইন্টারনেটের যুগে পত্র যোগাযোগ আর নেই। মোবাইল ফোন, ফ্যাক্স, এসএমএস এর মাধ্যমেই সকল তথ্য আদান প্রদান হয়ে থাকে। আপনারা জেনে খুশি হবেন চিঠির মাধ্যমে আমরা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের সকল ছেলে মেয়ে, শ্রোতাবন্ধুসহ সবাই অংশগ্রহণ করতে পারবেন। ১৫টি প্রশ্ন থেকে সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। এদের মধ্য থেকে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে হাতে হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আর বাকী সব পুরস্কার রেজিষ্ট্রি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আপনিও অংশ নিন বন্ধুদেরও অংশ নেওয়ার সুযোগ প্রদান করুন।
প্রতিযোগিতার প্রশ্নাবলী:
০১] জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর:
০২] ‘গীতাঞ্জলী’ কোন কবির লেখা?
উত্তর:
০৩] রেডিও আবিস্কার করেছেন কে?
উত্তর:
০৪] টিভি আবিস্কার করেছেন কে?
উত্তর:
০৫] এশিয়া মহাদেশে সবচেয়ে বড় ঈঁদগাহ মাঠ কোনটি?
উত্তর:
০৬] ক্রিকেট খেলার জন্ম কোন দেশে?
উত্তর:
০৭] বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের নাম কি?
উত্তর:
০৮] ২০১২ সালে অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:
০৯] অভিষেক টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?
উত্তর:
১০] প্রথম এইডস চিহ্নিত হয় কোন দেশে?
উত্তর:
১১] আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানটির গীতিকার ও সুরকার কে?
উত্তর:
১২] বিশ্বে প্রতিদিন কতজন মানুষ জন্ম নিচ্ছে?
উত্তর:
১৩] সব কটা জানালা খুলে দাওনা গানটির গীতিকার কে?
উত্তর:
১৪] ইতিহাসের জনক কে?
উত্তর:
১৫] বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি?
উত্তর:
অংশগ্রহণকারীর নাম :
পিতার নাম :
ক্লাবের নাম (যদি থাকে) :
গ্রাম :
ডাকঘর :
থানা :
জেলা :
মোবাইল নাম্বার (যদি থাকে) :
কুইজটি পুরন করে পাঠিয়ে দিন নিচের ঠিকানায়:
সভাপতি,
বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ,
গ্রাম: গাবগাছি, ডাকঘর: চন্দনগাঁতী,
থানা: বেলকুচি, জেলা: সিরাজগঞ্জ।
পরিচালনা ও সম্পাদনায়:
মো:ওয়াসিয়ুর রহমান মিন্টু (সভাপতি),
বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ।
মোবাইল: ০১৭২৭-৬০৮৯০৭
উত্তর পাঠানোর শেষ তারিখ: ৫ জানুয়ারী-২০১০, ড্র: জানুয়ারী-২০১০
আকর্ষনীয় পুরস্কার:
১] সাদা-কালো টেলিভিশন ১৪ ইঞ্চি- ১টি
২] টেবিল ফ্যান- ১টি
৩] চার্জার লাইট- ১টি
৪] রেডিও- ৪টি
৫] থ্রি-পিছ- ৫টি
৬] ওড়না- ৫টি
৭] টি-শার্ট- ১০টি
৮] ক্যাপ- ১০টি
৯] নোটবুক- ৫টি
১০] শার্ট পিছ- ১টি
১১] প্যান্ট পিছ- ১টি
১২] কলম- ৫০টি
এই সুন্দর কুইজ প্রতিযোগিতা আয়োজনে সবচেয়ে বেশী উৎসাহ দিয়েছেন:
মো:মতিন খন্দকার, রায়হান ভূইয়া,
মোজাম্মেল ভূইয়া, মহসিন ভূইয়া,
মিজান ভূইয়া, আতিকুর রহমান উজ্জল,
গ্রাম: বিলপাড়া, ডাকঘর: ডুয়াইগাঁ,
থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
যার অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় এই আয়োজন:
গীতিকার এম.বাবুল খন্দকার,
গ্রাম: বিলপাড়া, ডাকঘর: ডুয়াইগাঁ,
থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
শুভেচ্ছান্তে:
মো:আনোয়ার হোসেন রুবন,
মো:আব্দুল গণি,
মো:আব্দুল মমিন সরকার,
নূর নবী আক্তার লাবু,
মো:সিহাব উদ্দিন,
মো:রাজু,
ওবায়দুর রেজা,
গৌর চন্দ্র সাহা,
বেলকুচি, সিরাজগঞ্জ।
No comments:
Post a Comment