বন্দর নগরী চট্টগ্রামে বিবিসি’র শ্রোতা সম্মেলন সম্পন্ন
অংশগ্রহণ করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব সহ আরো অন্যান্য শ্রোতা ক্লাবের শ্রোতাবন্ধুরা
সার্ক সংবাদ ডেস্ক।। আন্তর্জাতিক বেতার বিবিসি (লন্ডন) বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। গত ২০ ডিসেম্বর’০৯ বিকেল ৪টায় চট্টগ্রামের জিইসি মোড়ে অবস্থিত হোটেল পেনিনসুলার হল রুমে এই শ্রোতা সম্মেলনের আয়োজন করা হয়। শ্রোতা সম্মেলনে উপস্থিত ছিলেন বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তাফা এবং বাংলা বিভাগের ঢাকা প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন। চট্টগ্রামের বিভিন্ন শ্রোতা ক্লাবের সদস্য এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আসা প্রায় তিন শতাধিক নতুন-পুরনো শ্রোতাদের অংশগ্রহনে সম্মেলন কেন্দ্রটি ছিল উৱসব মূখর। বিবিসি কর্তৃপক্ষের এই আয়োজনটি বিশেষ করে শ্রোতাদের কাছাকাছি এসে অভাব, অভিযোগ, ক্রিয়া-প্রতিক্রিয়া, চাওয়া, পরিকল্পনা ও পরামর্শ গ্রহন করে এবং তা বাস্তবায়নের সমিক্ষামূলক এই অনুষ্ঠানটি শ্রোতা, শুভাকাঙ্খী, লেখক, সাংবাদিক ও বিশ্বমহলে প্রশংসিত হয়েছে।
প্রায় তিন ঘন্টা ব্যাপী এই সম্মেলনে শ্রোতাদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তফা ও ঢাকা প্রতিনিধি আকবর হোসেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বৃহত্তম বেতার সংগঠন “সাউথ এশিয়া রেডিও ক্লাব” এর পক্ষ থেকে অংশগ্রহণ করেছেন সাবেক সাধারণ সম্পাদক এম.ফোরকান (ফতেয়াবাদ), সাবেক যুগ্ন-সম্পাদক এম.মাহমুদ হায়দার জীবন (হালিশহর), মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান (কুতুবদিয়া), সদস্য নূর মোহাম্মদ (রাউজান) প্রমূখ। ক্লাব সদস্যদের অনুষ্ঠানে অংশগ্রহনের যাবতীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল। উক্ত শ্রোতা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিন্দু এ্যাড এর ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন সাগর, মাসিক বিশ্ব বন্ধন পত্রিকার সম্পাদক গাজী এম আল হারুন অর রশিদ, সহকারী সম্পাদক এস.এম.শামসুদ্দিন সুমন, মডেল এমিলি, মেরিনা ও তানিয়া আক্তার প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন বিবিসি বাংলা মার্কেটিং বিভাগের সহকারী ফায়জুল কবির মাসুম।
বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তাফার সাথে সাউথ এশিয়া রেডিও ক্লাব- এর সদস্য নূর মোহাম্মদ (বামে)।
No comments:
Post a Comment