রবিউস সানি ১৪৩৩ হিজরী মাসের প্রতিযোগিতার প্রশ্নোত্তর
রেডিও সৌদি আরাবিয়া, বাংলা বিভাগ
প্রশ্ন-১: ‘মদীনা’র প্রাচীন নাম কি?
প্রশ্ন-২: বর্তমান ‘ইসলামী সহযোগিতা সংস্থা’র পূর্বের নাম কি ছিলো এবং ঐ সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিলো?
প্রশ্ন-৩: কোন খলিফার আমলে ‘পবিত্র কোরআন একত্রিত’ করা হয়?
পুরস্কার:
প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে দুই জনকে পুরস্কারের জন্য বিজয়ী নির্বাচন করা হবে। বিজয়ীদের প্রত্যেককে পাঁচশত (৫০০) সৌদি রিয়াল প্রদান করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
১. বিশ্বের যেকোন শ্রোতা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. প্রতিযোগিতার সঠিক উত্তর রবিউস সানি ১৪৩৩ হিজরী মাস শেষ হওয়ার পূর্বে নিচের যে কোন ঠিকানায় পাঠাতে হবে।
৩। উত্তরপত্রে ও খামের উপরে উত্তরদাতার নাম বাংলা ও ইংরেজীতে স্পষ্ট অক্ষরে লিখতে হবে ।
৪. খামের উপর প্রশ্নোত্তর ও পুরস্কার কথাটি বাংলায় উল্লেখ করতে হবে।
৫। পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা এড়াতে উত্তরপত্রে উত্তরদাতার ব্যাংক একাউন্ট নং উল্লেখ করা উচিৎ।
উত্তরপত্র পাঠাবার ঠিকানা:
1. Bengali Service
Radio Saudi Arabia
Jeddah- 21161, K.S.A
2. E-mail: be@saudiradio.net.sa
3. Bengali Service
Radio Saudi Arabia
P.O. Box No.- 9103
Bonani, Dhaka- 1213
Bangladesh
No comments:
Post a Comment