বাংলাদেশের ইতিহাসে ২৭ মার্চ ২০১২ বিকেল ৫টায় প্রথমবারের মত রেডিও রাশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হল ঢাকাস্থ রুশ-বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে। সম্মেলনকে কেন্দ্র করে রুশ বিজ্ঞান ও সংস্কৃতিক কেন্দ্রের হল রুম সাজানো হয়েছিল রেডিও রাশিয়ার ব্যানার, বাংলা বিভাগের সহকর্মীদের বহু ফটো এবং মস্কোর সুদৃশ্য পোস্টার দিয়ে।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসসাত্রুদনিচেস্তভার সভাপতি আলেকসান্দর দেমিন, ঢাকায় রাশিয়ার দূতাবাসের প্রেস-এ্যাটাশে ইউলিয়া কালিনিনা, রাশিয়ায় উচ্চশিক্ষাপ্রাপ্ত বাংলাদেশী স্নাতকদের সংস্থার সভাপতি গুলাম মুস্তাফা। এছাড়া রেডিও রাশিয়ার দক্ষিণ এশিয়া বিভাগের ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের ল্যুদমিলা পাতাকি, নিউজ অ্যাংক্যার ও ওয়েবসাইট মডারেটর সুমিত সেনগুপ্ত এবং নিউজ অ্যাংক্যার ও সামাজিক যোগাযোগ সাইট ফ্যান পেইজের মডারেটর মো: জামিল খান। অনুষ্ঠানে শ্রোতাসহ বিভিন্ন পেশার দেড়শোরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।
সম্মেলনের উদ্বোধনী ভাষণে আলেকসান্দর দেমিন রাশিয়া সম্পর্কে খবরাখবর বাঙালীদের জানানোর ব্যাপারে রেডিও রাশিয়ার অগ্রনী ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সম্মেলন রেডিও রাশিয়ার নিয়মিত শ্রোতা দর্শকদের সাথে পরিচিত হওয়ার ও মত বিনিময় করার সুযোগ দিয়েছে।
বিশেষ অতিথির ভাষণে গুলাম মুস্তাফা রাশিয়াকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু বলে অভিহিত করেছেন, আর ইউলিয়া কালিনিনা রুশী দূতাবাসের পক্ষ থেকে রেডিও রাশিয়া বাংলা বিভাগের পরিবর্ধন ও প্রমোশনের ক্ষেত্রে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
অতিথিদের বক্তব্য শেষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে রেডিও রাশিয়ার কর্মী সুমিত সেনগুপ্ত সবিস্তারে বাংলা বিভাগের ইন্টারনেট ওয়েবসাইটের সাথে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন এছাড়া বাংলাদেশী সহকর্মী জামিল খান সবিস্তারে বাংলা ভাষায় রেডিও রাশিয়ার সব সামাজিক নেটওয়ার্কের কার্যকলাপ সম্পর্কে অতিথিদের অবহিত করেন। সবশেষে রুশী মহিলা ল্যুদমিলা পাতাকির মার্জিত বাংলা ভাষায় বক্তব্য শোনার পর হল ভর্তি দর্শকবৃন্দ করতালিতে ফেটে পরে।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশ ছিলো শ্রোতাদের বক্তব্য। এ সময় রেডিও রাশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য ও মতামত রাখেন সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, শ্রোতাবন্ধু যশোরের হুমায়ুন রেজা, ঢাকার সোহেল রানা হৃদয় ও এম.আলম, রাজশাহীর কামরুন নাহার শিলা, বগুড়ার এম.শামসুল ইসলাম, চুয়াডাঙ্গার হায়দারুল ইসলাম, ফরিদপুরের গোলাম সারোয়ার প্রমূখ। এছাড়া সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল এর বিশেষ ব্যবস্থায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন, রাজশাহী থেকে সালাহউদ্দিন ডলার এবং এস.এম.জে হাবিব। শ্রোতাবন্ধুরা সকলে পুন:রায় রেডিও রাশিয়ার শর্টওয়েব এবং নতুন ভাবে এফ.এম সম্প্রচার চালু করার আহবান জানান এবং বাংলাদেশে একটি পোস্ট বক্স চালু করারও দাবি রাখেন।
শ্রোতাদের বক্তব্য শেষে রেডিও রাশিয়ায় সর্বোচ্চ পত্র লেখক এবং ওয়েবসাইট ভিজিটরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রসসাত্রুদনিচেস্তভার সভাপতি আলেকসান্দর দেমিন বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের চমৎকার সব উপহার প্রদান করা হয়। যার মধ্যে ছিলো, রেডিও রাশিয়ার মনোগ্রাম খচিত টি-শার্ট, ক্যাপ, ব্যাজ, কলম এবং শপিং ব্যাগ। এই উষ্ণ সমাবেশের শেষে ঐতিহ্যগত চা পানের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান চলাকালীন সময়, অনুষ্ঠানের শেষে এবং চা পানের আসরে রেডিও রাশিয়ার কর্মকর্তাদের সাথে শ্রোতাবন্ধুদের বিভিন্ন ধরনের ফটোসেশনসহ ক্যামেরার ক্লিক ক্লিক ফ্লাস লাইটে ফ্রেম বন্দী হয় নানা ধরনের স্মৃতি। যা বহু বছর ধরে রেডিও রাশিয়া এবং শ্রোতাদের মধ্যে বিশেষ এক স্মৃতি চিহ্ন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এখানে উল্লেখ্য শ্রোতা সম্মেলনের পূর্বে রেডিও রাশিয়া বাংলা বিভাগের কর্মকর্তা ল্যুদমিলা পাতাকি সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল, ঢাকা ওয়ার্ল্ড রেডিও ডিএক্স-লিসনার্স ক্লাবের তাছলিমা আক্তার লিমা, ফরিদপুরের এম.এম.গোলাম সারোয়ার, যশোরের হুমায়ুন রেজা, চুয়াডাঙ্গার হায়দারুল ইসলাম, সিলেটের মো:আসাদ এবং ঢাকার সোহেল রানা হৃদয় এর সাক্ষাৎকার গ্রহণ করেন।
রেডিও রাশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন ছবির অ্যালবাম দেখতে এখানে ক্লিক করুন: http://www.sarc97.blogspot.com/2012/03/vor.html
সম্মেলনে উপস্থিত সকলকে যেসব চমৎকার উপহার প্রদান করা হয়েছে সেগুলি দেখতে প্রতিটি শিরোনামে আলাদা আলাদা ভাবে ক্লিক করুন-
রেডিও রাশিয়ার শ্রোতা সম্মেলনের সংবাদ ও ছবি ২ এপ্রিল সোমবার ছাপানো হয় The Daily Star পত্রিকার Arts & Entertainment এর পাতায়। সেটি দেখতে এখানে ক্লিক করুন: http://www.thedailystar.net/newDesign/photo_gallery.php?pid=228599
No comments:
Post a Comment