প্রেস বিজ্ঞপ্তী
তারিখ: ০১-০৯-২০১২
রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” এবং ইন্দোনেশিয়ার পর্যটন ও ক্রিয়েটিভ অর্থনীতি মন্ত্রণালয়ের আমন্ত্রনে “ওয়ান্ডারফুল ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ক্যুইজ প্রতিযোগিতা ২০১২” বিজয়ী হয়ে ইন্দোনেশিয়া ভ্রমণে যাচ্ছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল। তিনি একজন রেডিও ডিএক্সার, রেডিও শ্রোতা সংগঠক এবং চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর বাংলাদেশ মনিটর। বিশেষভাবে উল্লেখ্য এই ধরনের প্রতিযোগিতায় প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের শ্রোতারা সবচেয়ে বেশি সুযোগ পেয়ে থাকে এবং বাংলাদেশ থেকে এটিই প্রথম।
রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” এর ওয়েবসাইটের মাধ্যমে গত ২৩ জুলাই ২০১২ তারিখ থেকে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়ে ২৮ আগষ্ট ২০১২ তারিখ ভোর ৫টায় সমাপ্ত হয়। এই প্রতিযোগিতায় ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই) পাঁচ জন সৌভাগ্যবান বিজয়ীকে ইন্দোনেশিয়া পরিদর্শনের আমন্ত্রণ জানানো কথা ঘোষণা করে।
২৯ আগষ্ট ২০১২ বুধবার আনুষ্ঠানিক ভাবে রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” থেকে পাঁচ জন সৌভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন, বাংলাদেশের সাউথ এশিয়া রেডিও ক্লাব এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল (Didarul Iqbal), জার্মানীর ক্রিশ্চিয়ান মিলিং (Christian Milling), চীনের থাও চিয়ে (Tao Jie), ফ্রান্সের দিনিস ফেকন (Denis Facon) এবং যুক্তরাজ্যের কিথ সিডগেউইক(Keith Sedgwick)।
বিজয়ীরা আগামী ১০ থেকে ১৭ সেপ্টেম্বর ২০১২ পর্যন্ত বিনা খরচে ইন্দোনেশিয়ায় ভ্রমণ করবেন। সেখানে তারা ইন্দোনেশিয়ার জাকার্তা, জোগজাকার্তা, বালি দ্বীপ, লোমবক দ্বীপ, রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” কার্যালয় এবং অন্যান্য দর্শনীয়স্থান পরিদর্শন করবেন।
বলা বাহুল্য, রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” বিশ্বব্যাপী ইংরেজী সহ সর্বমোট ৮টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। বাংলাদেশে ‘ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)’ ইংরেজী ইংরেজী সার্ভিসের বেশ কিছু শ্রোতা রয়েছে। কিন্তু এখানে বিভিন্ন আন্তর্জাতিক বেতার শ্রোতাদের মধ্যে ইংরেজী সার্ভিসের চেয়ে বাংলা সার্ভিসের শ্রোতাদের সংখ্যা অনেক বেশী। তাই এবার বাংলাদেশের সকল আন্তর্জাতিক বেতার শ্রোতাদের পক্ষ থেকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল সরাসরি রেডিও অব দ্যা রিপাবলিক অব ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড সার্ভিস “ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই)” এর মহাপরিচালক, ইন্দোনেশিয়ার তথ্য মাধ্যম এবং অন্যান্য সরকারী মাধ্যমে বাংলাদেশের শ্রোতাদের জন্য ‘বাংলা সার্ভিস’ চালু করার বিষয়ে জোড়ালো প্রস্তাব তুলে ধরবেন।
উল্লেখ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে চীন, ইরান, সৌদিআরব, ফিলিপাইন, জাপান, জার্মানী, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বেতার কার্যক্রমে অন্যান্য ভাষার পাশা-পাশি বাংলা সার্ভিসও চালু রয়েছে যা প্রতিদিন একাধিকবার সময়ে শর্টওয়েভ, মিডিয়াম ওয়েভ এবং এফএম ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার করা হয়ে থাকে।
সংবাদদাতা,
তাছলিমা আক্তার লিমা
সমন্বয়কারী
সাউথ এশিয়া রেডিও ক্লাব
মিরপুর, ঢাকা।
No comments:
Post a Comment