শ্রোতাবন্ধুরা আজ ২৮ অক্টোবর ২০১২, রবিবার। আজ
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে সম্প্রচারিত হবে "মুক্তার কথা"
অনুষ্ঠান। আজকের বিশেষ অনুষ্ঠান- সিআরআই মোবাইল কনফারেন্স-২ "উৎসবে আনন্দে
ঈদুল আযহা ও শারদীয় দূগাঁপুজা" এর ২য় বা শেষ পর্ব। অনুষ্ঠানটি
ঢাকা এবং চট্টগ্রামের শ্রোতাবন্ধুরা শুনতে পাবেন সন্ধ্যে ৬:৩০ থেকে ৭:৩০
পর্যন্ত এফ.এম তরঙ্গে ১০৩.২ এবং ১০৫.৪ মেগাহার্জে। এছাড়া শর্টওয়েভে সন্ধ্যে
৭-৮টা, ৮-৯টা, ৯-১০টা পর্যন্ত যথাক্রমে ১১৮৮, ৯৪৯০, ৯৬০০, ১১৬১০/১২৬৯,
৯৪৯০, ১১৬১০/ ৯৬১০, ৯৬৯০ কিলোহার্জে শুনতে পাবেন। এছাড়াও তার পরদিন সকাল
৮-৯টা পর্যন্ত ৯৬৫৫, ১১৬৪০ কিলোহার্জেও শুনা যাবে। সবাইকে অনুষ্ঠানটি শুনার
জন্য আমন্ত্রন রইল। আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন, বাংলাদেশ বেতারের
মহাপরিচালক [অতিরিক্ত সচিব] জনাব কাজী আখতার উদ্দীন আহমেদ, বাংলাদেশ
বেতারের পরিচালক-অনুষ্ঠান সালাহউদ্দীন আহমেদ, বাংলাদেশ বেতারের সিনিয়ন
প্রকৌশলী এ.টি.এম.জিয়া হাসান, সিআরআই লিসেনার্স ক্লাব অব বাংলাদেশ এর
চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান ওসমান গণী এবং চীন
আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ ছাই য়ূএ মুক্তা।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment