বাম
থেকে সিআরআই বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল, বাংলাদেশ-চায়না রেডিও লিসনার্স ক্লাবের
চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান ওসমান গণী, বাংলাদেশ-চীন
গণমৈত্রী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:বশির উল্লাহ এবং বাংলাদেশ-চায়না রেডিও
লিসনার্স ক্লাবের মহাসচিব জিল্লুর রহমান জিলু।
সিআরআই মোবাইল কনফারেন্স- ৩
চীনের
কমিউনিষ্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে শ্রোতা সংঘের নেতৃবৃন্দ ও শ্রোতাদের প্রতিক্রিয়া
স্ক্রিপ্ট
শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ৩য় মোবাইল
কনফারেন্সে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইকবাল, বাংলাদেশ মনিটর, সিআরআই। আমাদের
আজকের বিষয় “চীনের কমিউনিষ্ট পার্টি (সিপিসি)-র
১৮তম জাতীয় কংগ্রেস উপলক্ষ্যে শ্রোতা
সংঘের নেতৃবৃন্দ ও শ্রোতাদের প্রতিক্রিয়া”।
শ্রোতাবন্ধুরা আপনারা জানেন, জাতীয়
কংগ্রেস এবং কেন্দ্রীয় কমিটি হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের
সর্বোচ্চ শাখা। প্রতি পাঁচ বছর পর পর কংগ্রেস অনুষ্ঠিত হয়। বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির সদস্য ৮ কোটিরও বেশি। সিপিসির
চলমান ১৮তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের অধিকাংশই পার্টিতে যোগ দিয়েছেন ১৯৭৮ সালে
চীনে সংস্কার ও উন্মুক্তকরণনীতি চালু হওয়ার পর।
আপনারা জানেন, চীনের
ক্ষমতাসীন পার্টি --- চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম জাতীয় কংগ্রেস
৮ নভেম্বর বৃহস্পতিবার
সকাল ৯টায় পেইচিং মহা গণভবনে শুরু হয়েছে। এতে সিসিপি-র নেতৃবৃন্দ এবং পার্টির ২৩০০ জন প্রতিনিধি
সম্মেলনে অংশগ্রহণ করছেন।
চীনের
প্রেসিডেন্ট এবং চীনা কমিউনিষ্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক হু চিন থাও সিপিসি'র ১৮তম জাতীয়
কংগ্রেসের রিপোর্ট উত্থাপন করে বলেছেন, চীনের সমাজতন্ত্রের বৈশিষ্ট্য সমৃদ্ধ সাংস্কৃতিক রাষ্ট্র
নির্মাণের লক্ষ্যে প্রচেষ্টা চালাতে হবে।
শ্রোতাবন্ধুরা সিপিসি-র ১৮তম
জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে ইতিমধ্যে সিআরআই-এর শ্রোতাবন্ধুরা শুভেচ্ছাজ্ঞাপন সহ প্রতিক্রিয়া
ব্যক্ত করেছেন। এছাড়া বিভিন্ন দেশের
রাজনৈতিক দলগুলো শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা
পাঠিয়েছেন। আমরাও এই কনফারেন্সের মাধ্যমে সিপিসি-কে শুভেচ্ছা এবং অভিনন্দন
জানাচ্ছি।
আজকের আয়োজনে আমাদের মাঝে আছেন:
বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো:বশির উল্লাহ, বাংলাদেশ-চায়না
রেডিও লিসনার্স ক্লাবের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, ভাইস চেয়ারম্যান ওসমান
গণী, মহাসচিব জিল্লুর রহমান জিলু, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের বিশেষজ্ঞ
ছাই য়ূএ মুক্তা, চুয়াডাঙ্গা থেকে গ্লোবাল রেডিও লিসেনার্স ক্লাবের প্রফেসর আশরাফুল
ইসলাম, গাজীপুর থেকে রেমাশ আন্তর্জাতিক বেতার শ্রোতাসংঘের মো:শহীদুল কায়সার লিমন
এবং মৌলভীবাজার থেকে সাইফুল আল এমরান মুক্তা।
এখন চলুন বন্ধুরা আমরা চলে যায় আমাদের শ্রোতাসংঘের নেতৃবৃন্দ এং শ্রোতাবন্ধুদের
কাছে। শুনি তারা কি বলছেন.............
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
অনুষ্ঠান রেকর্ড এর তারিখ:
০৯ নভেম্ববর ২০১২, সময়: দুপুর- ০৩:১৩টা
ফোন নাম্বার: +৮৬১০৬৮৮৯১৫৬৪,
রেকর্ডিং স্থিতিকাল: ০০:৫৭:০৯ মিনিট
অনুষ্ঠান
রেকর্ডার:
ছাই য়ূএ মুক্তা (ভাষা বিশেষজ্ঞ),
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বাংলা বিভাগ।
অনুষ্ঠান সম্প্রচারের তারিখ:
১১ নভেম্ববর ২০১২, সময়: সন্ধ্যে- ০৬:৩০-০৭:৩০টা, ০৭-০৮টা, ০৮-০৯টা, ০৯-১০টা
এবং পরদিন সকাল- ০৯-১০টা
No comments:
Post a Comment