প্রিয় শ্রোতাবন্ধুরা আপনাদের অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রবীণ ডিএক্সার, আন্তর্জাতিক বেতারের অনেক পুরাতন শ্রোতা সংগঠক বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি.জামান সিদ্দিকী গত ১৭ জুন সোমবার রাত ২:৩০ মিনিটের সময় ঢাকা ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ঐদিন বিকেলে তাকে ঝিনাইদহের কেন্দ্রীয় কবরস্থানে দাপন করা হয়। এসময় অন্যান্যদের পাশাপাশি শ্রোতাবন্ধু সাখাওয়াত হোসেন বিদ্যুৎ, সামিম আহমেদসহ আরো কয়েকজন শ্রোতাবন্ধু উপস্থিত ছিলেন। তিনি বেশ কিছুদিন যাবত কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে এবং ভারতের কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রোতাবন্ধু এম.বি.জামান সিদ্দিকী’র অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন সিআরআই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম বেলাল, সিআরআই- সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আমি (দিদারুল ইকবাল) এবং দুরন্ত রেডিও ফ্যান ক্লাবের পক্ষ থেকে তাছলিমা আক্তার লিমা। এছাড়া ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ, রেডিও জাপান বাংলা বিভাগের পক্ষ থেকেও গভীর সমবেদনা জানানো হয়েছে।
উল্লেখ্য এই বেতার শ্রোতা সংগঠক এম.বি.জামান সিদ্দিকী ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগ, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ, ডয়চে ভেলে বাংলা বিভাগ সহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানের উন্নতি সাধনের লক্ষ্যে নিয়মিত তার বিভিন্ন পরামর্শ, মতামত এবং বিভিন্ন প্রচারনামূলক কার্যক্রম পরিচালনা করতেন। তিনি চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগসহ বিভিন্ন বেতার থেকে অনেক পুরস্কারও অর্জন করেছেন। এরমধ্যে তিনি সবচেয়ে উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেছেন ২০১১ সালে চীন আন্তর্জাতিক বেতারের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ প্রতিযোগিতায় বাংলাদেশের শ্রেষ্ঠ ৪টি শ্রোতাসংগঠন পুরস্কার প্রাপ্তদের মধ্যে ৪র্থ হয়ে।
প্রাণচঞ্চল এই মানুষটির সরব উপস্থিতী আর কোন বেতারের শ্রোতা সম্মেলনে দেখা যাবেনা কিংবা ঈথারেও ভেসে আসবেনা তার চিঠির জবাব অথবা কোন সাক্ষাৎকার।
চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ থেকে তার সর্বশেষ কন্ঠ শুনা গিয়েছে ২৪ জুলাই ২০১২ তারিখে বিশেষ মোবাইল কনফারেন্সে দেওয়া তার সাক্ষাৎকারে।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment