চীন থেকে
“সিআরআই শ্রেষ্ঠ
শ্রোতাসংঘ পুরস্কার ২০১৩”
অর্জন করেছে বাংলাদেশের
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব
বিশ্বের ৬৫টি ভাষায় সম্প্রচারিত চীনের একমাত্র সরকারী বেতার “চীন
আন্তর্জাতিক বেতার (সিআরআই)” এর বিশ্বব্যাপী ৪১১২টি দেশী-বিদেশী বেতার শ্রোতাসংঘ ও
ওয়েবসাইট ফ্যান ক্লাবের মধ্যে পরিচালিত আন্তর্জাতিক শ্রোতাসংঘ প্রতিযোগিতায়
“সিআরআই শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরুস্কার ২০১৩” বিজয়ী হয়ে বাংলাদেশসহ সিআরআই বাংলা
বিভাগের মুখ উজ্জ্বল এবং গৌরবান্নিত করেছে ‘সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাংলাদেশ’। ১৪ অক্টোবর সোমবার চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর এক বিশেষ
অনুষ্ঠানে এবং ওয়েবসাইটে এ ঘোষণা প্রচার করা হয়েছে।
বিশ্বের নানান দেশে অবস্থিত সিআরআই’র যেসকল শ্রোতাসংঘ বছর জুড়ে চীনের সংস্কৃতি বিনিময়, সিআরআই এর অনুষ্ঠান প্রচার ও বিভিন্ন দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংশ্লিষ্ট বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করে তাদের মধ্য থেকে বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। সিআরআই-এর একটি বিশেষ বিশেষজ্ঞ বিচারক প্যানেল বা মূল্যায়ন কমিটি অত্যন্ত স্বচ্চতা, নিরপেক্ষতা ও দক্ষতার সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহনকারী শ্রোতাসংঘের জমাকৃত সকল ডকুমেন্টারি বা প্রজেক্ট প্রোফাইল পুঙ্খানু পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করে ভোটাভুটির মাধ্যমে শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করে থাকেন।
বিশ্বের নানান দেশে অবস্থিত সিআরআই’র যেসকল শ্রোতাসংঘ বছর জুড়ে চীনের সংস্কৃতি বিনিময়, সিআরআই এর অনুষ্ঠান প্রচার ও বিভিন্ন দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংশ্লিষ্ট বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করে তাদের মধ্য থেকে বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। সিআরআই-এর একটি বিশেষ বিশেষজ্ঞ বিচারক প্যানেল বা মূল্যায়ন কমিটি অত্যন্ত স্বচ্চতা, নিরপেক্ষতা ও দক্ষতার সাথে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহনকারী শ্রোতাসংঘের জমাকৃত সকল ডকুমেন্টারি বা প্রজেক্ট প্রোফাইল পুঙ্খানু পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করে ভোটাভুটির মাধ্যমে শ্রেষ্ঠ শ্রোতাসংঘ নির্বাচন করে থাকেন।
এবছর বাংলাদেশ থেকে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব সহ পৃথিবীর অন্যান্য দেশ
থেকে সর্বমোট ৮টি ক্লাবকে সিআরআই শ্রেষ্ঠ শ্রোতাসংঘ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিজয়ী অন্য ক্লাবগুলো হচ্ছে-
(২) আর্জেন্টিনা থেকে সিআরআই শ্রোতা ক্লাব,
(৩) রোমানিয়া থেকে রোমানিয়ান সিআরআই লিসনার্স ক্লাব,
(৪) মরক্কো থেকে সিআরআই লিসনার্স ক্লাব,
(৫) ভারত থেকে অল ইন্ডিয়া সিআরআই লিসনার্স এ্যাসোসিয়েশন,
(৬) বুলগেরিয়া থেকে রুসে উশু ক্লাবের কারিটা কেন্দ্র,
(৭) জাপান থেকে নাগানো রেডিও পিকিং কমিটি এবং
(৮) ব্রাজিলের ক্লাব দে ওউভিন্টেস দো ডিপার্টমেন্টো দে পোর্টুগুয়েস দা
সিআরআই।
বিজয়ী ক্লাব গুলিকে চলতি মাসে চীনের রাজধানী বেইজিংয়ে এক বিশেষ অনুষ্ঠানের
মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর আমন্ত্রণে এতে
প্রত্যেক ক্লাব থেকে একজন প্রতিনিধি চীন ভ্রমণ করবেন এবং তারা এক সপ্তাহব্যাপী
চীনের বিভিন্ন পর্যটন ও দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। বাংলাদেশ থেকে বিজয়ী
ক্লাবের প্রতিনিধি হিসেবে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক ও ঢাকা
জেলার সভাপতি তাছলিমা আক্তার লিমা আগামী ২৪ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার চীন ভ্রমণের
উদ্দেশ্যে রওনা হবেন।
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল বিজয়ী ক্লাবের সকল নেতৃবৃন্দকে এবং ক্লাবের সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন সিআরআই বাংলা বিভাগের সুযোগ্য পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে-কে যার দক্ষ নেতৃত্বে গত বছরগুলির মত এবারও বাংলাদেশ এবং সিআরআই বাংলা বিভাগ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের পরিচালক দিদারুল ইকবাল বিজয়ী ক্লাবের সকল নেতৃবৃন্দকে এবং ক্লাবের সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন সিআরআই বাংলা বিভাগের সুযোগ্য পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে-কে যার দক্ষ নেতৃত্বে গত বছরগুলির মত এবারও বাংলাদেশ এবং সিআরআই বাংলা বিভাগ এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য গত ২৭ জুলাই ২০১৩ তারিখে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতার বাংলা
বিভাগের “মুক্তার কথা” অনুষ্ঠানে এ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন বিশেষজ্ঞ ছাই
ইউয়ে মুক্তা এবং সিহাবুর রহমান। সিআরআই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত তার শ্রোতা
সংঘ গুলির কর্মকান্ড আরো গতিশীল ও জোরদার করার লক্ষ্যে জুলাই থেকে আক্টোবর পর্যন্ত
“সিআরআই শ্রেষ্ঠ ফ্যান ক্লাব” নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়। নির্বাচনের
নিয়মাবলীগুলি ছিল-
“(১) সিআরআই এর সব ফ্যান ক্লাব এবারের নির্বাচনে অংশ নিতে পারবে;
(২) প্রতিটি ভাষা কেন্দ্রের অধিনে দুটি ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে,
যেমন- দক্ষিণ এশিয়া কেন্দ্রের অধিনে রয়েছে মোট ছয়টি বিভাগ- হিন্দী, বাংলা, সিংহলী,
নেপালী, ঊর্দূ ও তামিল। এর ৬টি বিভাগের ফ্যান ক্লাবের মধ্যে মাত্র ২টি ক্লাব
প্রার্থী হিসেবে সিআরআই-এর নির্বাচনে অংশ নিতে পারবে;
(৩) প্রতিটি অংশগ্রহণকারী ক্লাবের নিজের সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।
নিজের সম্পর্কে বর্ণনায় লেখা, বিভিন্ন অনুষ্ঠান/ক্লাব কর্মসূচীর ছবি, পত্রিকার
তথ্য, বিভিন্ন অনুষ্ঠানের অডিও বা ভিডিও অন্তভূক্ত থাকতে হবে।
(৪) আগ্রহী ক্লাবের কোন তথ্য স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়ে থাকলে সেটিও
সিআরআই কর্তৃপক্ষকে জানাতে হবে। কারণ এটি বিজয়ী হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত।
(৫) যে ক্লাবের স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সদস্য রয়েছেন তার বিজয়ী হওয়ার
সম্ভাবনা বেশি।
(৬) যেসব ক্লাব এ প্রতিযোগিতায় অংশ নিতে চায় তাদের সকল তথ্য ৩১ আগস্টের আগে
বেইজিংয়ে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) কার্যালয়ে পৌঁছাতে হবে।
(৭) বিজয়ী ক্লাবের একজন প্রতিনিধি এক সপ্তাহের জন্য চীনে ভ্রমণের সুযোগ
পাবেন। এছাড়াও সিআরআই এর পক্ষে প্রচারনার জন্য সিআরআই থেকে বিজয়ী ক্লাব গুলিকে
উপহার পাঠানো হবে”।
উপরে উল্লেখিত সিআরআই এর সকল শর্ত বা নিয়মাবলী মেনে বাংলাদেশ থেকে সিআরআই
সাউথ এশিয়া রেডিও ক্লাব নির্দিষ্ট সময়ের মধ্যে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে চীন দেশ এবং সিআরআই এর কার্যক্রম সম্পর্কে জানানোর লক্ষ্যে বছরজুড়ে চীন দেশের সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি, চীনের ঐতিহ্যবাহী দিবস, খাবার, শিল্পকলা, সংগীত, বিজ্ঞান-প্রযুক্তি ও স্থাপত্যের সাথে এ দেশের জনগণের মাঝে পরিচয় করিয়ে দিতে এবং তৃণমূল পর্যায়ে জানাশোনা আরো সন্মৃদ্ধ করতে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মেলা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ইত্যাদি মাধ্যমে তুলে ধরা ও প্রচার করার পাশাপাশি বেশ কিছু সমাজসেবা মূলক সামাজিক কর্মসূচীও পালন করেছে। ফলে দু’দেশের এসকল প্রচারনা ও উন্নয়ন কর্মকান্ডের তথ্য বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নিবিড় করেছে। ক্লাবের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন এলাকার জনগণকে সিআরআই এর অনুষ্ঠান শোনায় এবং ইন্টারনেটে ওয়েবসাইট পরিদর্শনে আগ্রহী করে তোলা হয়েছে। চীনা সংস্কৃতি ও বাংলাদেশ-চীনের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী সম্পর্ক প্রসারে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব যে ধরনের ভূমিকা রেখেছে তার সকল তথ্য দিয়ে (অনুষ্ঠানের প্রতিবেদনসহ ছবি, ওডিও-ভিডিও, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের পেপার কার্টিং, টেলিভিশনে সম্প্রচারিত সংবাদের ফুটেজ) তৈরী একটি উচ্চ মানের ডকুমেন্টারি বা প্রজেক্ট প্রোফাইল জমা দেয় চীন আন্তর্জাতিক বেতারে।
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, গ্রাম, পাড়া, মহল্লা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে চীন দেশ এবং সিআরআই এর কার্যক্রম সম্পর্কে জানানোর লক্ষ্যে বছরজুড়ে চীন দেশের সংস্কৃতি, কৃষ্টি, রীতিনীতি, চীনের ঐতিহ্যবাহী দিবস, খাবার, শিল্পকলা, সংগীত, বিজ্ঞান-প্রযুক্তি ও স্থাপত্যের সাথে এ দেশের জনগণের মাঝে পরিচয় করিয়ে দিতে এবং তৃণমূল পর্যায়ে জানাশোনা আরো সন্মৃদ্ধ করতে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মেলা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ইত্যাদি মাধ্যমে তুলে ধরা ও প্রচার করার পাশাপাশি বেশ কিছু সমাজসেবা মূলক সামাজিক কর্মসূচীও পালন করেছে। ফলে দু’দেশের এসকল প্রচারনা ও উন্নয়ন কর্মকান্ডের তথ্য বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নিবিড় করেছে। ক্লাবের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন এলাকার জনগণকে সিআরআই এর অনুষ্ঠান শোনায় এবং ইন্টারনেটে ওয়েবসাইট পরিদর্শনে আগ্রহী করে তোলা হয়েছে। চীনা সংস্কৃতি ও বাংলাদেশ-চীনের জনগণের মধ্যকার সমঝোতা এবং মৈত্রী সম্পর্ক প্রসারে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব যে ধরনের ভূমিকা রেখেছে তার সকল তথ্য দিয়ে (অনুষ্ঠানের প্রতিবেদনসহ ছবি, ওডিও-ভিডিও, বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের পেপার কার্টিং, টেলিভিশনে সম্প্রচারিত সংবাদের ফুটেজ) তৈরী একটি উচ্চ মানের ডকুমেন্টারি বা প্রজেক্ট প্রোফাইল জমা দেয় চীন আন্তর্জাতিক বেতারে।
এ প্রতিযোগিতা সম্পর্কে বাংলাদেশের দৈনিক স্বদেশ বার্তা, দৈনিক লোকালয়
বার্তা, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই, দৈনিক আয়না, দৈনিক প্রতিদিনের বাণী, সাপ্তাহিক
প্রথম সেবা পত্রিকায় বিশেষ বিশেষ প্রতিবেদন ও সংবাদ প্রকাশিত হয়েছে। বিস্তারিত
দেখুন- http://www.sarc97.blogspot.com/2013/08/cri-swadesh-barta_21.html,
http://www.sarc97.blogspot.com/2013/08/cri-lokaloy-barta_22.html,
http://www.sarc97.blogspot.com/2013/08/cri-taraf-barta.html,
http://www.sarc97.blogspot.com/2013/08/cri-protidiner-bani.html
বলাবাহুল্য ইতিপূর্বে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব ২০১১ এবং ২০১২ সালেও
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রোতাসংঘ পুরস্কার লাভ করেছে।
আরো বিস্তারিত দেখুন চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের
ওয়েবসাইটে- http://bengali.cri.cn/801/2013/10/14/41s138266.htm
No comments:
Post a Comment