বাংলাদেশে অচিরেই স্থাপিত হবে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)’র স্টুডিও:
পররাষ্ট্র মন্ত্রী ডা:দীপুমনী
[বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি ও চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং গেন
নিয়েন।]
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি ১৯ অক্টোবর শনিবার চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর
মহাপরিচালক ওয়া কান নিয়েন এর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতের শুরুতে দু’নেতা পরস্পরের
মধ্যে আন্তরিক ও হৃদ্রতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময়
মহাপরিচালক ওয়া কান নিয়েন বলেন, সিআরআই বাংলা বিভাগের মূল উদ্দেশ্য দু’দেশের
জনগণের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। একটি দায়িত্বশীল মিডিয়া
হিসেবে সিআরআই সব সময় দু’দেশের আর্থ সামাজিক উন্নয়ন, সহযোগিতা আর সম্পর্ককে বিশেষ
ইতিবাচক মূল্যায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সিআরআই বর্তমানের মতো আগামীতেও
দু’দেশের মধ্যে পারস্পরিক অভীন্ন স্বার্থকে গুরুত্ব প্রদানে বিশেষ অবদান রাখবে।
মহাপরিচালক আশা প্রকাশ করেন, বাংলাদেশে সিআরআই এর একটি স্টুডিও কার্যালয় চালু করা
গেলে আরও বেশি সমাজ ও সংস্কৃতির সংবাদ প্রচারের মাধ্যমে দু’দেশের জনগণের মৈত্রীর
সম্পর্ককে জোরদার করা সম্ভব হবে।
[বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি’র ভিডিও সাক্ষাৎকার নিচ্ছেন সিআরআই বাংলা বিভাগের
উপ-পরিচালক ছাও ইয়ান হুয়া সুবর্ণা।]
জবাবে
পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত কূটনৈতিক
সম্পর্কের বয়স ৩৮ বছর হলেও উভয় দেশের সভ্যতা ও ভাষার সম্পর্ক হাজার বছরের ইতিহাসে
প্রথিত। ফাহিয়েনের লেখা থেকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস জানতে পারি তেমনি অতীশ দীপংকরের
চীন ভ্রমণ দু’দেশের মধ্যে হাজার বছরের সম্পর্কের সাক্ষ্য বহন করে।
চীন যেভাবে
সারা বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখেছে আমরা তার প্রশংসা করি। চীনের অর্থনৈতিক
পুনরুত্থান এবং তার সাফল্যে আমরা আনন্দিত।
দু’দেশ এবং
জনগণের মধ্যে মৈত্রীর সম্পর্ক আর সংস্কৃতি বিনিময়ের মাধ্যম হিসেবে সিআরআই এর
কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে দীপুমনি বলেন, আমি আশা করি অচিরেই ঢাকায় সিআরআই এর
একটি স্টুডিও কার্যালয় চালু করা সম্ভব হবে।
সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে
এসময় উপস্থিত ছিলেন।
[সিআরআই বাংলা বিভাগের
উপ-পরিচালক ছাও ইয়ান হুয়া সুবর্ণা এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি।]
[সিআরআই এর প্রদর্শনী
দেখছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি।]
[ভিডিও সাক্ষাৎকার
দেয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি’র সঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের
সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যদের গ্রুপ ছবি।]
[গ্রুপ ছবিতে বাম থেকে
২য় সিআরআই বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে এবং ৩য় বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ডা:দীপুমনি এছাড়া সিআরআই ও বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য
সদস্যবৃন্দ।]
সিআরআই- এর
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) থেকে “শ্রেষ্ঠ
শ্রোতাসংঘ পুরস্কার ২০১৩” অর্জনকারী সংগঠন ‘সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাংলাদেশ’।এই ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল বলেন, বাংলাদেশে সিআরআই-
এর স্টুডিও কার্যালয় চালু করার জন্য আমরা শ্রোতাদের পক্ষ থেকে দীর্ঘদিন দাবী করে
আসছি। বিশেষ করে সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়
বিভিন্ন ভাবে সিআরআই-এর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা, নানা যুক্তি
ও প্রস্তাব করে আসছিলাম। অবশেষে সেটি এখন পুরন হওয়ার দারপ্রান্তে। আমরা চাই অতি
দ্রুত এটি উভয় দেশের কূটনৈতিক প্রচেষ্টায় বাস্তবায়ন করা হোক।
সিআরআই
বাংলা বিভাগের পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে জানিয়েছেন, সিআরআই ও চীনের কর্তৃপক্ষ
শীঘ্রয় বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে প্রয়োজনীয়
পদক্ষেপ গ্রহন করবে।
তাছলিমা আক্তার লিমা
উপ-পরিচালক
সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ
No comments:
Post a Comment