চট্টগ্রামে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
ও রাউজান রাইটার্স ক্লাবের উদ্যোগে
বেতার বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের
হযরত মহান আউলিয়া ব্যক্তিত্ব, সুফী সাধক, পীরে ত্বরিকত হযরত মাওলানা মোহাম্মদ
ছাহেব (রহ:) এর ৩৭তম বার্ষিক ইছালে ছওয়াব উপলক্ষে অনুষ্ঠিত ওরশ শরীফের মেলায় গত ৮
এবং ৯ মার্চ শনিবার ও রবিবার বাংলাদেশের বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক) ও রাউজান রায়টার্স ক্লাবের সহযোগীতায় বেতার বিষয়ক এক
প্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ভয়েস অব আমেরিকা (ভিওএ), বিবিসি, ডয়চে ভেলে (ডিডাব্লিউ), এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, রেডিও তেহরান, রেডিও সৌদিআরব, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডাব্লিউআর), কেবিএস ওয়ার্ল্ড রেডিও, রেডিও কেনাডা ইন্টারন্যাশনাল (আরসিআই), রেডিও ফ্রি এশিয়া (আরএফএ), রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই), রেডিও ন্যাদারল্যান্ড (আরএনডাব্লিউ), রেডিও প্রাগো, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল (আরআরআই), রেডিও সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল (আরএসআই), রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল (আরটিআই), রেডিও রাশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারের ম্যাগাজিন, পত্রিকা, রেডিও, প্যাড, কলম, কোটপিন, ব্যাজ, চাবির রিং, ব্যাগ, ম্যাপ, ক্যালেন্ডার, অনুষ্ঠান সূচি, স্টিকার, বুকলেট ইত্যাদি আইটেম প্রদর্শন করা হয় ও কিছু কিছু আইটেম দর্শনার্থী ও শ্রোতাদের মাঝে বিনা মূল্যে সরবরাহ করা হয় এবং স্টল পরিদর্শনে আসা সকলকে রেডিও শুনতে উৎসাহিত করা হয়। এছাড়া উক্ত মেলা ও প্রদর্শনীতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক দর্শনার্থী ও শ্রোতাদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
এতে বাংলাদেশ বেতার, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), ভয়েস অব ইন্দোনেশিয়া (ভিওআই), রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), ভয়েস অব আমেরিকা (ভিওএ), বিবিসি, ডয়চে ভেলে (ডিডাব্লিউ), এনএইচকে ওয়ার্ল্ড রেডিও জাপান, রেডিও তেহরান, রেডিও সৌদিআরব, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও (এডাব্লিউআর), কেবিএস ওয়ার্ল্ড রেডিও, রেডিও কেনাডা ইন্টারন্যাশনাল (আরসিআই), রেডিও ফ্রি এশিয়া (আরএফএ), রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল (আরএফআই), রেডিও ন্যাদারল্যান্ড (আরএনডাব্লিউ), রেডিও প্রাগো, রেডিও রোমানিয়া ইন্টারন্যাশনাল (আরআরআই), রেডিও সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল (আরএসআই), রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনাল (আরটিআই), রেডিও রাশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বেতারের ম্যাগাজিন, পত্রিকা, রেডিও, প্যাড, কলম, কোটপিন, ব্যাজ, চাবির রিং, ব্যাগ, ম্যাপ, ক্যালেন্ডার, অনুষ্ঠান সূচি, স্টিকার, বুকলেট ইত্যাদি আইটেম প্রদর্শন করা হয় ও কিছু কিছু আইটেম দর্শনার্থী ও শ্রোতাদের মাঝে বিনা মূল্যে সরবরাহ করা হয় এবং স্টল পরিদর্শনে আসা সকলকে রেডিও শুনতে উৎসাহিত করা হয়। এছাড়া উক্ত মেলা ও প্রদর্শনীতে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর পক্ষ থেকে প্রায় পাঁচ শতাধিক দর্শনার্থী ও শ্রোতাদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
স্টলে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা ও সহযোগিতায় ছিলেন, সাউথ এশিয়া রেডিও
ক্লাব (সার্ক) চট্টগ্রাম অঞ্চলের তথ্য সম্পাদক লেখক ও ফ্রি-লান্স সাংবাদিক নূর
মোহাম্মদ, মো:ইব্রাহীম, মো:মোরশেদ বাবু, মো:নাঈম উদ্দিন, সাব্বির হোসেন ইমন,
মো:শোয়েব, মো:হাসান রাজা।
উক্ত প্রদর্শনী আয়োজন করার জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাউথ
এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর মহা-পরিচালক ও চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এর
বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল।
প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, মাসরুম বাংলাদেশ’র চেয়ারম্যান লেখক ও গবেষক এম.মহিউদ্দিন ইসলাম, কদলপুর শাহী দরবার শরীফের শাহাজাদা মাওলানা জামাল উদ্দিন শাহ ও শাহাজাদা আমিনুল হক শাহ হাসান, নকশবন্দীয়া দরবার শরীফের শাহাজাদা মাওলানা কাজী মমতাজুল হক, কচুখাইন শাহী দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ সালেহ আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্য গাজী এম.আল আমিনুর রশীদ আবির, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, রাউজান প্রিয় কাগজ পত্রিকার সহকারী সম্পাদক ও লেখক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, সমাজসেবক আবুল বশর বি.কম, শিক্ষানুরাগী আবুল বশর বাবুল, সাংবাদিক এস.এম.ইউসুফ, মাওলানা নেজাম উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন, মোহাম্মদ ইউসুফ, ডা: শেখ আহমদ, মেম্বার মোহাম্মদ আবুল কালাম, মাওলানা খোরশেদ আলম, শিক্ষক আবুল কালাম প্রমূখ।
প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দার চৌধুরী বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ, মাসরুম বাংলাদেশ’র চেয়ারম্যান লেখক ও গবেষক এম.মহিউদ্দিন ইসলাম, কদলপুর শাহী দরবার শরীফের শাহাজাদা মাওলানা জামাল উদ্দিন শাহ ও শাহাজাদা আমিনুল হক শাহ হাসান, নকশবন্দীয়া দরবার শরীফের শাহাজাদা মাওলানা কাজী মমতাজুল হক, কচুখাইন শাহী দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ সালেহ আহমদ, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সদস্য গাজী এম.আল আমিনুর রশীদ আবির, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ উরকিরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, রাউজান প্রিয় কাগজ পত্রিকার সহকারী সম্পাদক ও লেখক মোহাম্মদ মহিউদ্দিন ইমন, সমাজসেবক আবুল বশর বি.কম, শিক্ষানুরাগী আবুল বশর বাবুল, সাংবাদিক এস.এম.ইউসুফ, মাওলানা নেজাম উদ্দিন, ব্যাংকার মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন, মোহাম্মদ ইউসুফ, ডা: শেখ আহমদ, মেম্বার মোহাম্মদ আবুল কালাম, মাওলানা খোরশেদ আলম, শিক্ষক আবুল কালাম প্রমূখ।
বার্তা প্রেরক,
ডা: সুপন বিশ্বাস
সাধারণ সম্পাদক
রাউজান রায়টার্স ক্লাব
No comments:
Post a Comment