“বৈশাখ মানেই বাংলা
নববর্ষ, নববর্ষের প্রথম মাস।’’ এর মধ্যে দিয়েই শুরু হয়ে যাবে আরেকটি নতুন বছর। চৈত্রের শেষ সূর্য ডোবার
সাথে সাথে শেষ হয়ে যাবে আরেকটি
বছর। নতুন একটি বছরের দিকে চেয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আর চাওয়া পাওয়ার প্রত্যাশা
নিয়ে দিন চলা শুরু হবে নতুন করে। আরেকটি
সূর্যের উদয়ের মধ্যে দিয়ে নতুন একটি বছরের আগমন ঘটবে।
ঐ দিন সেজেগুজে,
বৈশাখি পোশাকে স্বাগত জানানো হবে
নববর্ষকে। ‘‘এসো হে বৈশাখ, এসো এসো’’ এ সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে বাঙালী জাতির পাশাপাশি চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-ও বৈশাখকে
স্বাগত জানাবে; স্বাগত জানাবে ১৪২২ বাংলা নববর্ষকে।
১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ শ্রোতাদের অংশগ্রহনে “মোবাইল কনফারেন্স”-এর আয়োজন করেছে। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে কনফারেন্সটি রেকর্ডিং করা হবে। যেসকল শ্রোতা কনফারেন্সে অংশ নিতে আগ্রহী তারা আজ রাত ১২টার মধ্যে 01985601085-এই নাম্বারে অবশ্য যোগাযোগ করতে হবে।
১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ শ্রোতাদের অংশগ্রহনে “মোবাইল কনফারেন্স”-এর আয়োজন করেছে। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে কনফারেন্সটি রেকর্ডিং করা হবে। যেসকল শ্রোতা কনফারেন্সে অংশ নিতে আগ্রহী তারা আজ রাত ১২টার মধ্যে 01985601085-এই নাম্বারে অবশ্য যোগাযোগ করতে হবে।
অনুষ্ঠানটি আগামী শনিবার ১১ এপ্রিল এবং রবিবার ১২ এপ্রিল সিআরআই থেকে
সম্প্রচার করা হবে।
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক
বেতার
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment