শ্রোতাবন্ধুরা আপনারা
হয়ত ইতোমধ্যে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগ থেকে শুনেছেন বাংলাদেশ বেতারের সন্মানিত মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ-এর চীন সফরের সাক্ষাতকার।
বোয়াও ফোরাম ফর
এশিয়া (BOAO
Forum for Asia ‘BFA’)-তে যোগদান শেষে তিনি ৩০ মার্চ ২০১৫ সিআরআই পরিদর্শন করেন এবং বোয়াও ফোরাম ফর
এশিয়া-তে
যোগদানের
অভিজ্ঞতা নিয়ে বাংলা বিভাগে পরিচালক মাদাম ইউ কোয়াং ইউয়ে
(আনন্দী)’র কাছে একটি মূল্যবান সাক্ষাতকার
দেন।
সাক্ষাতকারটি বাংলাদেশ এবং ভারতের যে সকল শ্রোতা এখনো শুনতে পারেননি তারা এই লিংকে (1: https://drive.google.com/file/d/0BzkrQZFO81kfSnRZZk1EajRsd3M/view?usp=sharing, 2: https://drive.google.com/file/d/0BzkrQZFO81kfempiMGdrMkhaVmM/view?usp=sharing) ক্লিক করে অডিও ফাইলটি ডাউনলোড করে শুনে নিতে পারেন।
সাক্ষাতকারটি বাংলাদেশ এবং ভারতের যে সকল শ্রোতা এখনো শুনতে পারেননি তারা এই লিংকে (1: https://drive.google.com/file/d/0BzkrQZFO81kfSnRZZk1EajRsd3M/view?usp=sharing, 2: https://drive.google.com/file/d/0BzkrQZFO81kfempiMGdrMkhaVmM/view?usp=sharing) ক্লিক করে অডিও ফাইলটি ডাউনলোড করে শুনে নিতে পারেন।
সাক্ষাতকারটি শুনার
পর আপনার
কাছে কেমন লেগেছে তা জানিয়ে ই-মেইল অথবা চিঠি লিখে গঠনমূলক মতামত জানানোর অনুরোধ করছি।
এছাড়া ফেইসবুকের এই স্ট্যাটাসেও আপনার মতামত লিখে জানাতে পারেন, আমরা তা গ্রহণ করবো।
সরাসরি ডাক ঠিকানা:
Bengali Service,
China Radio International (CRI),
16A Shijingshan Road,
Beijing, China 100040.
সংবাদদাতা:
দিদারুল ইকবাল
বাংলাদেশ মনিটর
চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)
ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment