কথিকার
শিরোনাম: শ্রোতাক্লাব ভিত্তিক ম্যাগাজিন
অনুষ্ঠান “সেতু”
অংশগ্রহণে: দুরন্ত বেতার শ্রোতা ক্লাব, শেরপুর। (মো: মিজানুর রহমান, শেখ
ফরিদ, শামীমা এবং আবুল কালাম আজাদ)।
উপস্থাপনায়: দিদারুল ইকবাল
শব্দগ্রহণ
এবং সম্পাদনায়: তামান্না হাসনাত
প্রযোজনায়: মো: মামুনুর রহমান
রেকর্ডিং
তারিখ: ১৮/০৮/২০১৫, বৃহস্পতিবার
প্রচার
তারিখ: ১৩/০৭/২০১৫, সোমবার
প্রচার
সময়: রাত ১০টা
স্থিতিকাল: ২০ মিনিট
প্রচার
স্থান: বাংলাদেশ বেতার, ঢাকা-
ক
ফ্রিকোয়েন্সি: মধ্যম তরঙ্গ ৪৩২.৯০ মিটার ৬৯৩ কিলোহার্জ এবং এফএম ১০৬
মেগাহার্জ।
অনুষ্ঠানের
সার সংক্ষেপ:
(১)
অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব;
(২)
“বিয়েতে যৌতুক হিসেবে রেডিও সেট না দেওয়ায় বিয়ে ভেঙ্গে যাওয়া”র বেদনাদায়ক স্মৃতিচারণমূলক
গল্প;
(৩)
শ্রোতাক্লাব গঠনের উদ্দেশ্য;
(৪)
ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য;
(৫)
শ্রোতা ক্লাবের কর্মসূচি পালন;
(৬)
শেরপুর জেলার ইতিহাস, সামাজিক ঐতিহ্যবাহী রীতি-নীতি, সংস্কৃতি, কৃষ্টি-কালচার,
প্রাচীন স্থাপনা, দর্শনীয়স্থানের পরিচিতি;
(৭)
স্বরচিত কবিতা আবৃত্তি;
(৮)
গান (মানুষ মানুষের জন্য......., আশা ছিলো ভালোবাসা ছিলো......., আজি ঝড়ো ঝড়ো
বাদলও দিনে.....)।
বাম থেকে: শামীমা, মো: মিজানুর রহমান, দিদারুল ইকবাল, শেখ ফরিদ এবং আবুল
কালাম আজাদ।
“সেতু” অনুষ্ঠানের পাণ্ডুলিপি
সাজিয়ে নিচ্ছেন উপস্থাপক দিদারুল ইকবাল।
“সেতু” অনুষ্ঠানের উপস্থাপনা
করছেন দিদারুল ইকবাল।
“সেতু” অনুষ্ঠানের উপস্থাপক
দিদারুল ইকবাল এবং দুরন্ত বেতার শ্রোতা ক্লাবের শেখ ফরিদ।
দুরন্ত বেতার শ্রোতা
ক্লাবের মো: মিজানুর রহমান এবং “সেতু” অনুষ্ঠানের উপস্থাপক দিদারুল ইকবাল।
উপস্থাপক দিদারুল
ইকবাল এবং শ্রোতাবন্ধু আবুল কালাম আজাদ।
উপস্থাপক দিদারুল
ইকবাল।
মো: মিজানুর রহমান, দিদারুল
ইকবাল এবং শেখ ফরিদ।
২নং স্টুডিও’র
রেকর্ডিং কক্ষে শ্রোতাবন্ধু মো: মিজানুর রহমান এবং শেখ ফরিদ।
শ্রোতাবন্ধু শেখ ফরিদ।
শ্রোতাবন্ধু মো:
মিজানুর রহমান।
No comments:
Post a Comment