২৯
জানুয়ারি, শুক্রবার, সকাল ১০:১৫ মিনিটে বাংলাদেশ বেতার (ঢাকা- ক) থেকে প্রচারিত
হলো শিশুতোষ ফোন-ইন অনুষ্ঠান “আমি মীনা বলছি”।
আজ প্রচারিত
হয়েছে এর ১৪৬তম পর্ব। বিষয়: “নবজাতকের যত্ন”।
এতে অতিথি
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী
অধ্যাপক ডা: আব্দুল মতিন খান। শ্রোতা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া
রেডিও ক্লাব (সার্ক)-এর মহাপরিচালক দিদারুল ইকবাল। এছাড়া শিশু শিক্ষার্থীদের মধ্যে
অংশ নিয়েছে, কিন্নর, শান্তা।
অনুষ্ঠানটি
গ্রন্থনা ও উপস্থাপনা করেছে, মীনা (ফারজানা ইসলাম), মিঠু (কামাল আহসান বিপুল) ও
রাজু (আবরার)। প্রকৌশল সহযোগিতায়, মো: কামরুল ইসলাম, সম্পাদনায় মো: মনির হোসেন
সবুজ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন, মো: ওমর শরীফ।
অনুষ্ঠান একযোগে প্রচারিত হয়েছে বাংলাদেশ বেতার
ঢাকা মধ্যম তরঙ্গ ৪৩২.৯০ মিটারে ৬৯৩ কিলোহার্জ, এফএম-১০৬ মেগাহার্জ এবং বাংলাদেশ
বেতার রাজশাহী, রংপুর ও খুলনা কেন্দ্র থেকে এফএম-৯০ মেগাহার্জে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী
অধ্যাপক ডা: আব্দুল মতিন খান।
মীনা (ফারজানা ইসলাম), রাজু (আবরার) ও মিঠু (কামাল আহসান বিপুল)
No comments:
Post a Comment