অবশেষে চট্টগ্রামের সন্দ্বীপে একটি
বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)। গত ২৯/০৫/২০১৬ তারিখে
সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুকে “সন্দ্বীপস টেলিস্কোপ” নামের একটি আইডি’র টাইমলাইনে
নিচের নিম্নরেখাঙ্কিত (Underline)
করা আবেদনটি করা হয়।
“হারামিয়ায় বাল্যবিবাহ;
প্রশাসন, এনজিও, প্রেস মিডিয়া জানেন কি? বাউরিয়া জি কে একাডেমীর অষ্টম শ্রেণির ছাত্রী
আফরিন। মাত্র ১৪ বছরের এই মেয়েটি আগামীকাল বিয়ের পিঁড়িতে বসতে চলেছে।
আফরিনের পিতা আবুল কাশেম
ও মাতা নাসিমা বেগম লোভে পড়ে প্রবাসী ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছেন বলে জানা গেছে।
আফরিনের বাড়ী হারামিয়ার
কাছিয়াপাড়স্থ ২ নম্বর ওয়ার্ডের আলি মিছার বাড়ী।
বাল্যবিবাহ রোধে শীঘ্রই
উক্ত এলাকার জন-প্রতিনিধি, প্রশাসন, প্রেস মিডিয়া এবং বাল্যবিবাহ প্রতিরোধকারী সংশ্লিষ্ট
এনজিও এগিয়ে আসবেন কি?”
ফেইসবুকের এই আবেদনে সাড়া
দিয়ে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)বাল্যবিবাহটি প্রতিরোধ করতে রাত ১১:৫৪ মিনিটে প্রয়োজনীয়
উদ্যোগ গ্রহণ করে।
পরদিন অর্থাৎ ৩০/০৫/২০১৬
তারিখ সকালে স্থানীয় একাধিক সোর্সের মাধ্যমে ফেইসবুকে আবেদনকৃত তথ্যটির (বাল্যবিবাহ
আয়োজনের) সত্যতা পুন:রায় যাচাই করে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করে সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক)।
সোর্সের মাধ্যমে জানা
যায়, মেয়ের বাবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে মেয়ের বয়স বাড়িয়ে
জন্মনিবন্ধন সনদ তৈরী করার পরিকল্পনা করছে এবং কাজীকে ঘুষ দিয়ে বিবাহ রেজিষ্ট্রি করার
উদ্যোগ নিয়েছে।
এসব ঘটনার সত্যতা জানার
পর বাল্যবিবাহটি বন্ধ করতে সকাল ১১:৪০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ
মন্ত্রণালয়ের আওতায়, সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ
(সিএসপিবি) প্রকল্প এবং ইউনিসেফের আর্থিক সহায়তায় পরিচালিত “চাইল্ড হেল্পলাইন-1098”-এর
সহযোগিতা নেয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
ক্লাব থেকে “চাইল্ড হেল্পলাইন”-কে
বাল্যবিবাহ আয়োজনের সকল প্রস্তুতি সম্পর্কে অবগত করা হয়। বিশেষ করে শিশুর বয়স বাড়িয়ে
অবৈধ জন্মসনদ সংগ্রহের পরিকল্পনা এবং কাজীকে ঘুষ দিয়ে বিবাহ রেজিষ্ট্রি করার অবৈধ উদ্যোগের
কথাও জানানো হয়। যদি কোন কারণে জন্মসনদে মেয়ের বয়স ১৮ বছরের উপরে দেখানো হয় তবে সেই
ক্ষেত্রে স্কুলের সার্টিফিকেটের বয়সকে মাথায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা
হয় “চাইল্ড হেল্পলাইন”-কে।
মূহুর্তের মধ্যে ঝাঁপিয়ে
পড়ে “চাইল্ড হেল্পলাইন-1098”। অবশেষে প্রায় আড়াই ঘন্টার শ্বাসরুদ্ধকর যৌথ প্রচেষ্টায়
বাল্যবিবাহটি বন্ধ করতে সক্ষম হয় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)।
সাউথ এশিয়া রেডিও ক্লাব
বিশেষ ভাবে কৃতজ্ঞ যারা বিভিন্ন ভাবে তথ্য উপাত্ত ও ফোন নাম্বার দিয়ে সহযোগিতা করেছেন
তাঁদের কাছে। যাদের নাম এখানে উল্লেখ না করলে নয়। ফেইসবুক আইডি সন্দ্বীপস টেলিস্কোপ,
সন্দ্বীপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুফিয়ান মানিক, এনজিওকর্মী বাদল রায় স্বাধীন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব
(সার্ক) আরো বেশি কৃতজ্ঞ যাদের সহযোগিতা না পেলে হয়ত এই বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব
হতোনা। ধন্যবাদ সমাজসেবা অধিদফতরের চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ
(সিএসপিবি) প্রকল্পের “চাইল্ড হেল্পলাইন-1098” এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ
প্রশাসনের সংশ্লিষ্ট সকলকে।
“সন্দ্বীপস টেলিস্কোপ” আইডি থেকে করা আবেদনটির
স্ক্রিনশট
দিদারুল ইকবাল
চেয়ারম্যান
সাউথ
এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
No comments:
Post a Comment