৬ মার্চ ২০১৬, শুক্রবার। বাংলাদেশের রাজধানী ঢাকার নটরডেম কলেজে অনুষ্ঠিত হয় রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ), বাংলা বিভাগ, বাণীদিপ্তীর শ্রোতা সম্মেলন। এতে আরভিএ-র উর্ধ্বতন কর্তৃপক্ষসহ বাংলাদেশ কার্যালয় বাণীদিপ্তী ও ভারতের কার্যালয় চিত্রবাণীর কর্মকর্তা-কর্মী এবং শতাধিক শ্রোতাবন্ধুরা যোগদান করেন।
উক্ত শ্রোতা সম্মেলনে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা’র উদ্যোগে প্রকাশিত বাংলা ১৪২৩ খ্রিস্টাব্দের দেওয়াল ক্যালেন্ডার বিতরণ করা হয়। সম্মেলনে আগত শ্রোতাদের পাশাপাশি রেডিও ভেরিতাস এশিয়ার সকল কর্মকর্তা-কর্মীদেরও সৌজন্য উপহার হিসেবে ১টি করে বাংলা বর্ষের ক্যালেন্ডার প্রদান করা হয়।
তেমনি ভাবে ভারতের চিত্রবাণী’র অনুষ্ঠান প্রযোজক অতনু দাসের হাতে একটি ক্যালেন্ডার তুলে দেন সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া। শ্রোতাক্লাবের পক্ষ থেকে ক্যালেন্ডার পেয়ে অতনু দাস বেশ আনন্দিত হন এবং ক্লাবের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এছাড়া তিনি ঐসময় ক্লাবের সভাপতিকে বলেছিলেন যে, ক্লাবের ক্যালেন্ডারটি তিনি অতি যত্ন সহকারে ভারতে নিয়ে গিয়ে তাঁর কর্মস্থল চিত্রবাণীর স্টুডিও-তে টাঙ্গিয়ে রাখবেন।
ভারতে ফেরার পর তিনি তাঁর কথা রেখেছেন এবং স্টুডিও-তে ক্যালেন্ডারসহ ছবি তুলে পাঠিয়েছেন। তাঁর এ আন্তরিকতার জন্য আমরা সাউথ এশিয়া রেডিও ক্লাবের পুরো পরিবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
তেমনি ভাবে ভারতের চিত্রবাণী’র অনুষ্ঠান প্রযোজক অতনু দাসের হাতে একটি ক্যালেন্ডার তুলে দেন সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া। শ্রোতাক্লাবের পক্ষ থেকে ক্যালেন্ডার পেয়ে অতনু দাস বেশ আনন্দিত হন এবং ক্লাবের সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। এছাড়া তিনি ঐসময় ক্লাবের সভাপতিকে বলেছিলেন যে, ক্লাবের ক্যালেন্ডারটি তিনি অতি যত্ন সহকারে ভারতে নিয়ে গিয়ে তাঁর কর্মস্থল চিত্রবাণীর স্টুডিও-তে টাঙ্গিয়ে রাখবেন।
ভারতে ফেরার পর তিনি তাঁর কথা রেখেছেন এবং স্টুডিও-তে ক্যালেন্ডারসহ ছবি তুলে পাঠিয়েছেন। তাঁর এ আন্তরিকতার জন্য আমরা সাউথ এশিয়া রেডিও ক্লাবের পুরো পরিবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
ভারতে ‘আরভিএ, চিত্রবাণী স্টুডিও’-তে অনুষ্ঠান প্রযোজক, অতনু দাস। তাঁর ডান পাশে দেওয়ালে শোভা পাচ্ছে সার্ক, সিলেট জেলা শাখার বাংলা ১৪২৩ ক্যালেন্ডার।
ভারতে ‘আরভিএ, চিত্রবাণী স্টুডিও’-তে অনুষ্ঠান প্রযোজক, অতনু দাস। তাঁর বাম
পাশে দেওয়ালে শোভা পাচ্ছে সার্ক, সিলেট জেলা শাখার বাংলা ১৪২৩
ক্যালেন্ডার।
৬ মার্চ ২০১৬ নটরডেম কলেজে অনুষ্ঠিত RVA শ্রোতা সম্মেলনে চিত্রবাণী’র অনুষ্ঠান প্রযোজক অতনু দাসের হাতে বাংলা ১৪২৩ বর্ষের ক্যালেন্ডার তুলে দিচ্ছেন,
সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া।
দিদারুল ইকবাল
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)
No comments:
Post a Comment