সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলার উদ্যোগে ২০
জুন সোমবার সিলেট হোটেল পলাশে আয়োজন করে ইফতার পার্টি ও আলোচনা সভার। আয়োজিত ঐ
অনুষ্ঠানের উপর একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান রেকর্ডিং করা হয়। যা চীন
আন্তর্জাতিক বেতার থেকে সম্প্রচার হবে ২৫ জুন সন্ধ্যা ৬টায় ঢাকা: FM-102 এবং চট্টগ্রামে: FM-90.0 মেগাহার্জে এবং সন্ধ্যা ৭টায় মিডিয়াম
ওয়েব ১১৮৮, শর্টওয়েব ৯৪৯০, ৯৬০০ এবং ১১৬১০ কিলোহার্জে।
অনুষ্ঠানটি শুনার জন্য সবাইকে অনুরোধ করছি।
দিদারুল ইকবাল: (Audio: REC_1 > Duration: 00:02:13)
রমযান হল ইসলামিক বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ ইসলামিক
উপবাস
সাওম পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের
মধ্যে তৃতীয়। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা ত্রিশ দিনে হয়ে থাকে। এ মাসে প্রত্যেক
প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর সাওম পালন ফরয, তবে অসুস্থ, গর্ভবতী নারীদের ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। রোজা বা সাওম হল আল্লাহর নির্দেশ
পালনের
উদ্দেশে নিয়তসহ সুবহে সাদিক থেকে সুর্যাস্ত
পর্যন্ত সকল প্রকার পানাহার এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা।
রমযান মাসে মুসলিমগণ সারাদিন রোজা রেখে সূর্যাস্তের পরই যেসব
খাদ্য বা পানীয় গ্রহণ
করে রোজা ভঙ্গ করেন, তাকে
ইফতার
বলে এর অর্থ রোজা ভঙ্গ করা।
ইফতার শব্দের অন্য অর্থ বিরতি, ভঙ্গ করা বা দিন ও রাতের মধ্যবর্তী সময়ের
হালকা খাবার। শরিয়তের পরিভাষায় সূর্য অস্তমিত হওয়ার পর রোজা সমাপ্তির জন্য পানাহার করাকে ইফতার বলা হয়। রমজান
মাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতার। এ মাসে সবাই একত্রে বসে ইফতার গ্রহণ করেন।
রোজাদার ধনী-গরিব নির্বিশেষে তার পরিবারের ছোট-বড়
সব সদস্যকে
সঙ্গে নিয়ে সাধ্য অনুযায়ী রকমারি
ইফতারসামগ্রী সামনে রেখে নির্দিষ্ট সময়ের অর্থাৎ সূর্যাস্তের অপেক্ষায় বসে থাকেন। একজন রোজাদার সাধারণত
ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত বিভিন্ন ইবাদাত আদায় করার মধ্য দিয়ে সময়টি অতিবাহিত করেন। এহেন কঠিন প্রতীক্ষার মধ্যে প্রকৃত রোজাদারের খোদাভীতির পরম
শান্তিময় নিদর্শন প্রকাশ পায়।
বাংলাদেশের সর্বত্র
রমজান মাসে ইফতারের খাবার হিসাবে পিঁয়াজু, বেগুনী, ছোলা, মুড়ি, হালিম, জিলাপি এসব বেশ জনপ্রিয়।
যাই হোক শ্রোতাবন্ধুরা,
এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), সিলেট জেলা শাখা ২০
জুন ২০১৬ সোমবার, সিলেটের আম্বরখানায় হোটেল পলাশে এক ইফতার পার্টি ও আলোচনা সভা’র
আয়োজন করেছে।
আমরা চীন আন্তর্জাতিক
বেতারের এই শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলবো এবং তাদের আয়োজন সম্পর্কে জানবো।
শ্রোতাবন্ধুরা আমরা এখন
কথা বলবো, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া’র সাথে।
আমরা তাঁর কাছ থেকে আজকের এই ইফতার পার্টি এবং তাদেঁর যে সাংগঠনিক কার্মসূচী গুলি
রয়েছে সে সম্পর্কে জানবো। তো আমরা এখন চলে যাচ্ছি চাঁন মিয়ার কাছে
>>>>
মো: চাঁন মিয়া : (Audio: REC_2, 3, 4, 5, 6 & 7 > Duration: 00:04:26)
ধন্যবাদ দিদারুল ইকবাল ভাই আপনাকে।
আমি প্রথমেই চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের
সবাইকে জানাই আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব, সিলেট জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা
ও ধন্যবাদ।
সেই সাথে আমি সিআরআই বাংলাদেশ মনিটর জনাব দিদারুল
ইকবাল ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে, আপনি আমাদের ক্লাবের এই
ইফতার পার্টি অনুষ্ঠান নিয়ে সিআরআই-এর জন্য একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান তৈরী
করেছেন।
যাই হোক রমজান মাস আমাদের জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই মাস হচ্ছে রহমত, বরকত
এবং মাগফিরাতের মাস। এই মাসটি মুসলিমদের জন্য অনেক কল্যাণ বয়ে আনে।
এই রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে
ইফতার। আমরা সাধারণত পরিবারের সবাই মিলে অথবা বন্ধু-বান্ধবসহ একত্র হয়ে ইফতার করে
থাকি।
এছাড়া দেখা যায় রমজান মাসে বিভিন্ন সামাজিক ও
ধর্মীয় সংগঠণগুলি ইফতার পার্টির আয়োজন করে এবং সম্মিলিতভাবে ইফতার করে থাকে।
ইফতারের পূর্বে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে।
এই ধারাবাহিকতায় আমরাও আমাদের সাউথ এশিয়া রেডিও
ক্লাব, সিলেট জেলা শাখার পক্ষ থেকে আয়োজন করি এই ঈফতার পার্টি।
আমরা আনন্দিত যে, আমাদের ইফতার পার্টিতে কেন্দ্রীয়
ক্লাবের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা যোগ দিয়েছেন। এর জন্যে
আপনাকে ধন্যবাদ লিমা।
আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন
এবং সহসাধারণ সম্পাদক মো: আশরাফহোসেন খান-কে ধন্যবাদ জানাচ্ছি যে, এই আয়োজনে আমাকে
সার্বিকভাবে সহযোগিতা করায়।
আলোচনা সভায় আমরা রমজান এবং ইফতারের বিভিন্ন
গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এছাড়া আমরা বিভিন্ন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান
কার্যক্রম নিয়ে আলোচনা করেছি।
এখানে উল্লেখ না করলেই নয়, আমরা চীন আন্তর্জাতিক
বেতারের প্রতিটি অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছি। এবং চীন ও চীন বেতার সম্পর্কে
উপস্থিত সকলের মাঝে পরিচিতি তুলে ধরার চেষ্টা করেছি।
চীন আন্তর্জাতিক বেতারকে নিয়ে আমাদের এই ধরনের
প্রচারনার ফলে নতুনদের মাঝে এই সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ ও কৌতুহল লক্ষ্য
করেছি। তারা চীন আন্তর্জাতিক বেতার সম্পর্কে আরো বেশি করে এবং সহজ ভাবে জানতে চাই।
তারা এটাও জানতে চায় সিআরআই-এর অনুষ্ঠান মো্বাইল ফোনের মাধ্যমে এফএম-এ শুনা যাবে
কি না। তাদের এই ধরনের আগ্রহ দেখে সত্যিই আমি অনেক খুশি হয়েছি।
সিআরআই বাংলা বিভাগের পরিচালক ইউ কোয়াং ইউয়ে
আনন্দীর কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনুরোধ থাকবে তিনি যেন, অতি দ্রুত সিলেটে
চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান এফএম-এ সম্প্রচার করার উদ্যোগ নেন।
জনাব মনিটর আপনি জানেন যে, আমরা আমাদের ক্লাব থেকে
সিআরআই-এর প্রচারনায় কি ধরনের ভূমিকা নিয়ে থাকি। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন চলতি
বছর এপ্রিল মাসে আমরা আমাদের ক্লাব থেকে একটি বাংলা ১৪২৩ সালের দেওয়াল ক্যালেন্ডার
প্রকাশ করেছি।
ঐ ক্যালেন্ডারে আমরা চীন আন্তর্জাতিক বেতারের দুটি
গুরুত্বপূর্ণ ছবি এবং সিআরআই-এর লগো ছাপিয়েছি। ক্যালেন্ডারের সফট কপি ই-মেইলের
মাধ্যমে সিআরআই-এর কাছেও পাঠিয়েছি। এছাড়াও ঢাকার উত্তরায় সিআরআই-এর একমাত্র চীনা
ভাষা শিক্ষার প্রতিষ্ঠান কনফুসিয়াস ক্লাসরুমেও ডাকযোগে ১০ কপি পাঠিয়েছি। শুধু তাই
নয় ক্যালেন্ডারগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতাদের কাছেও পাঠিয়েছি। যা
শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
আমরা খুব শীঘ্রই সিআরআই-এর প্রচারনায় আরো কিছু
প্রকাশনা বের করার পরিকল্পনা করেছি।
সর্বপরি আমরা চীন আন্তর্জাতিক বেতারকে নিয়ে এগিয়ে
যেতে চাই বহুদূর।
আমি সকল শ্রোতাদের অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা
জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
দিদারুল ইকবাল: (Audio: REC_8 > Duration:
00:00:12)
শ্রোতাবন্ধুরা আমরা এখন পবিত্র রমজান এবং ইফতারের
যে ফজিলত রয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করবো। এ সম্পর্কে বলবেন......
মো: কে এম রফিকুল ইসলাম : (Audio: REC_8 > Duration: 00:04:43)
আমি মো: কে এম রফিকুল
ইসলাম। বর্তমানে সরকারী স্টাফ কোয়ার্টার জামে মসজিদে কেরাত বিভাগে শিক্ষকতা করছি।
আমি আজ সাউথ এশিয়া রেডিও ক্লাবের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ।
রমজানের গুরুত্ব আর
ফজিলত সম্পর্কে আমরা যদি দেখি তাহলে সর্বপ্রথম আমরা দেখি যে আল্লাহপাক রাব্বুল
আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন................... কারণ, অন্য হাদিস
শরীফে রয়েছে, যে ব্যক্তি কাউকে এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় তাহলে রোজ হাসরে
আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে হাউসে কাওসারের পানি দান করবেন। হাউসে কাউসারের
পানি হাউসে কাওসার থেকে তাকেঁ সরবত পান করাবেন। এবং সে এমন সরবত পান করবে যা আর
কখনো তাঁর পিপাসা লাগবেনা।
যাই হোক সময় সংক্ষিপ্ত
হওয়ার কারনে আমার কথা আজকের মত এখানে সমাপ্ত করছি। সবাই সুস্থ্য থাকুন, ভালো
থাকুন। ধন্যবাদ।
দিদারুল ইকবাল: (Audio: REC_8 > Duration:
00:00:10)
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতাবন্ধুরা আপনারা শুনছিলেন
রমজান এবং ইফতারের গুরুত্ব সম্পর্কে। তো আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো।
তাছলিমা আক্তার লিমা : (Audio: REC_9 > Duration: 00:03:31)
আমি তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও
ক্লাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট জেলা
শাখা, পবিত্র মাহে রমজানে যে ইফতার ও আলোচনা সভার আয়োজন করেছে এই জন্য প্রথমে আমি
আমাদের সিলেট জেলা শাখার সভাপতি মো: চাঁন মিয়া এবং সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন
ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আমার কাছে বেশ ভালো লাগছে তাদেঁর আজকের এ আয়োজনে
অংশ নিতে পেরে। আমি খুবি আনন্দিত যে,
আমাদের ক্লাবের এই সিলেট জেলা শাখাটি পবিত্র মাহে রমজান ১৪৩৭ হিজরী উপলক্ষে সেহরী
ও ইফতারের সময়সূচির রঙ্গীন ক্যালেন্ডার প্রকাশ করেছে। যা রমজানের পূর্বে
বাংলাদেশের বিভিন্ন জেলার শ্রোতাদের কাছে ডাকযোগে তাঁরা পাঠিয়েছে।
এই ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করায় আমি আবারো
সিলেট জেলা শাখার সকল বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি।
তো যাই হোক, তাঁরা রমজানে যে ইফতার পার্টি ও
আলোচনা সভার আয়োজন করেছে এখানে এসে আমি সিলেট জেলা শাখার সদস্যদের সাথে পরিচিত হতে
পেরেছি এবং তাদেঁর সাংগঠনিক কার্যক্রমের প্রতি যে ধরনের আগ্রহ দেখেছি তাতে আমি
মুগ্ধ হয়েছি। কারণ তাঁরা কাজের প্রতি খুবই আন্তরিক। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি
এবং তাদেঁর সাথে কথা বলে জেনেছি তাঁরা অন্যান্য বেতারের পাশাপাশি চীন আন্তর্জাতিক
বেতারের অনুষ্ঠান শোনার প্রতি বেশ আগ্রহী। তাঁরা রেডিও-তে সিআরআই-এর অনু্ষ্ঠান
শোনা ছাড়াও সিআরআই-এর ওয়েবসাইট নিয়মিত ভিজিট করছে এবং ফেইসবুকে সিআরআই-এর
স্ট্যাটাসগুলি নিয়মিত দেখছে ও তাদেঁর মতামতও লিখে আসছে।
আজকের আলোচনা সভায় সিলেট জেলা শাখার সকল সদস্য
সম্মিলিতভাবে সিআরআই-এর বাংলাদেশ মনিটরের কাছে দাবী জানিয়েছেন সিলেটে সিআরআই-এর
এফএম অনুষ্ঠান দ্রুত চালু করার বিষয়ে সিআরআই বাংলা বিভাগের পরিচালক ইউকোয়াং ইউএ-এর
সাথে যোগাযোগ করতে এবং তাদেঁর এই প্রস্তাব জানিয়ে দিতে। তাঁরা রেডিও-র পাশাপাশি
মোবাইল ফোনের মাধ্যমেও সিআরআই-এর এফএম অনুষ্ঠান শুনতে চায়। আমিও তাদেঁর সাথে একমত
পোষণ করছি। ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি সিলেটেও এফএম অনুষ্ঠান শীঘ্রই চালু করা
হোক।
তো যাই হোক, সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট জেলা
শাখার সকল সদস্যদের প্রতি অনুরোধ থাকবে তাঁরা যেন ক্লাব থেকে সিআরআই-এর বিভিন্ন
প্রচার প্রচারণায় কাজ করে যায়। সিলেটে সিআরআই-এর নতুন নতুন শ্রোতা বাড়াতে চেষ্টা
করে এবং নিয়মিত সিআরআই-এ চিঠি ও ই-মেইল লিখে তাদেঁর মতামত জানায় এবং ফোনে মতামত
জানিয়েও সহযোগিতা করে যায়।
সিলেটে সিআরআই-এর শ্রোতা বাড়াতে আমাদের এই জেলা
শাখাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করি। আমরা সবসময় সিআরআই-এর সাথে
ছিলাম ও আগামীতেও সিআরআই-এর সাথে থাকব এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো ও
সুস্থ্য থাকবেন।
দিদারুল ইকবাল : (Audio: REC_10 > Duration:
00:00:02)
শ্রোতাবন্ধুরা আমরা এখন
কথা বলবো...........................
সৈয়দা হাসনা আক্তার : (Audio: REC_10 > Duration: 00:00:23)
আমি সৈয়দা হাসনা আক্তার। সিলেট বেতারের একজন অনুষ্ঠান ঘোষিকা। আজকের এই সাউথ
এশিয়া রেডিও ক্লাবের ইফতার পার্টিতে এসে আমার ভালো লাগছে। তাদেঁর এই কার্যক্রম আরো
বেগবান হোক এগিয়ে চলুক এই মহান রমজান মাসে প্রার্থনা করি। আমরা সবাই একসাথে কাজ
করে এগিয়ে যাবো এটাই আমার প্রত্যাশা।
দিদারুল ইকবাল : (Audio: REC_11 > Duration:
00:00:03)
শ্রোতাবন্ধুরা আমরা এখন
কথা বলবো আরেকজন শ্রোতার সাথে...........
মো: আশরাফ হোসেন খান : (Audio: REC_11 > Duration: 00:01:17)
আমি মো: আশরাফ হোসেন খান, সাউথ এশিয়া রেডিও ক্লাব,
সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক।
প্রথমে আমি সকল শ্রোতাবন্ধুকে আমার ব্যক্তিগত পক্ষ
থেকে এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও রমজানুল মোবারক জানাচ্ছি।
সেই সাথে চীন আন্তর্জাতিক বেতারের সবাইকে আন্তরিক
শুভেচ্ছা জানাচ্ছি কারণ, এটি আমার চীন বেতারে দেওয়া প্রথম সাক্ষাৎকার।
আমরা আমাদের ক্লাব থেকে নিয়মিত বিভিন্ন কর্মসূচি
পালন করে আসছি। তার-ই ধারাবাহিকতায় আজকের এই ইফতার এবং আলোচনা সভার আয়োজন।
তো এতে যারা সারা দিয়েছেন এবং ইফতার পার্টিতে যোগ
দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
আমরা বেতার এবং শ্রোতাদের কল্যাণে কাজ করতে
আগ্রহী। আমরা চাই বেতার এবং শ্রোতাদের মধ্যে যোগাযোগ আরো বেশি বৃদ্ধি পাক।
আমরা সিলেটে অন্যান্য বেতারের পাশাপাশি চীন
আন্তর্জাতিক বেতারের প্রচারনায় কাজ করছি। মানুষকে চীন বেতারের অনুষ্ঠান শুনতে
আগ্রহ তৈরী করছি।
আমাদের আশা থাকবে চীন আন্তর্জাতিক বেতার সিলেটে
এফএম অনুষ্ঠান দ্রুত চালু করবে। বাংলাদেশ মনিটর দিদারুল ইকবাল ভাইয়ের মাধ্যমে আমরা
এ আহবান জানাচ্ছি কর্তৃপক্ষকে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
দিদারুল ইকবাল : (Audio: REC_12 > Duration:
00:00:51)
শ্রোতাবন্ধুরা,
সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষের আত্মশুদ্ধি, সংবেদনশীলতা, পারস্পরিক সহমর্মিতা ধনী-গরিবের মধ্যকার ভালোবাসার উপলব্ধি ঘটে এবং ইফতার
অনুষ্ঠানে এটি আরও বেশি উজ্জ্বল ও উদ্ভাসিত হয়ে ওঠে।
এ মাসে প্রত্যেকে সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া
অর্জনের জন্য আল্লাহ ও তাঁর রাসূলের সকল আদেশ মানা ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকার
মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চেষ্টা করেন।
আর মাত্র ক’দিন পর অর্থাৎ এই রমজান মাসের শেষদিকে
শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে এ দেশের সকল মুসলমান ঈদুল-ফিতরের উৎসবে মেতে
উঠবেন।
যেটি মুসলমানদের দুটি প্রধান ধর্মীয়
উৎসবের মধ্যে একটি।
আমাদের শ্রোতাবন্ধুরাও সেই উৎসবের আনন্দে মেতে
উঠবে এমন প্রত্যাশা রেখে সিলেট থেকে বিদায় নিচ্ছি---
আমি
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।
ইসলামীক গান : (Audio: REC_13 > Duration:
00:03:54)
আল্লাহ আমার রব এই রব-ই আমার
সব......................
No comments:
Post a Comment