শ্রোতাবন্ধুরা,
আজ ৭ অক্টোবর ২০১৭ খ্রি:, চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই), বেইজিং থেকে শুনুন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত “দ্বীপাঞ্চল
সন্দ্বীপে বেতার সম্প্রচারের প্রয়োজনীয়তা” শীর্ষক অনুষ্ঠানের রেকর্ডিং। আজ শুনবেন অনুষ্ঠানের প্রথম অংশ।
অনুষ্ঠান রেকর্ডিং: দিদারুল ইকবাল, চীন আন্তর্জাতিক বেতার, বাংলাদেশ।
আজ যাদের বক্তব্য প্রচার
হবে--
(১) আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত
সভাপতি, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সন্দ্বীপ উপজেলা শাখা।
(২) দিদারুল ইকবাল, বাংলাদেশ
মনিটর, চীন আন্তর্জাতিক বেতার এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের চেয়ারম্যান (অনুষ্ঠানের
সভাপতি ও সঞ্চালক)।
(৩) মো. নুরুল হুদা, উপজেলা
নির্বাহী অফিসার, সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম (বিশেষ অতিথি)।
(৪) ড. মির শাহ আলম, পরিচালক,
বাণিজ্যিক কাযক্রম, বাংলাদেশ বেতার (অনুষ্ঠানের প্রধান অতিথি)।
(৫) রহিম মোহাম্মদ, সভাপতি,
সন্দ্বীপ প্রেসক্লাব।
(৬)
শামসুল আহসান খোকন, গীতিকার, বাংলাদেশ বেতার।
প্রচার সময় ও ফ্রিকোয়েন্সি:
০৭/১০/২০১৭ খ্রি. শনিবার
বাংলাদেশ সময়: সন্ধ্যা ৬:০০টা,
ফ্রিকোয়েন্সি: FM-102 MHz (ঢাকা) এবং FM-90.0 MHz (চট্টগ্রাম)
বাংলাদেশ সময়: সন্ধ্যা ৭:০০টা এবং ভারতীয় সময়: সন্ধ্যা ৬:৩০টা,
ফ্রিকোয়েন্সি: MW-1188, SW-9.490, 9.600, 11.610 KHz
০৮/১০/২০১৭ খ্রি. রবিবার (পুনপ্রচার)
বাংলাদেশ সময়: সকাল ৮:০০টা এবং ভারতীয় সময়: সকাল ৭:৩০টা,
SW-9.655, 11.640 KHz
বাংলাদেশ সময়: সকাল ৯:০০টা,
ফ্রিকোয়েন্সি: FM-102
MHz (ঢাকা) এবং FM-90.0
MHz (চট্টগ্রাম)
No comments:
Post a Comment